মহাকাশ চিরকাল মানুষের আগ্রহের জায়গা। মহাকাশ নিয়ে গবেষণা চলছে বহু প্রাচীন যুগ থেকে। ISRO ভারতের প্রসিদ্ধ মহাকাশ গবেষণা সংস্থা। বিগত কয়েক দশকে এই সংস্থার খ্যাতি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। কেমন হয় যদি এই প্রসিদ্ধ সংস্থায় পাওয়া যায় কর্মসংস্থানের সুযোগ? ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ISRO), স্পেস অ্যাপ্লিকেশান সেন্টার (SAC) সম্প্রতি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থার বিভিন্ন শূন্যপদে নিয়োগের সূচনা দেওয়া হয়েছে এই বিজ্ঞপ্তির মাধ্যমে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এই শূন্যপদগুলিতে চাকরির জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
ISRO Supervisor Recruitment
Employment No.- SAC:02:2023
পদের নাম- Junior Translation Officer
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে
[quads id=10]
পদের নাম- Catering Supervisor
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান অথবা বিশ্ববিদ্যালয় থেকে হোটেল ম্যানেজমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন- উপরিউক্ত দুইটি পদের ক্ষেত্রে ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা মাসিক বেতন ধার্য্য আছে।
বয়সসীমা- উল্লিখিত দুইটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১১ জুলাই, ২০২৩ তারিখের নিরিখে।
আবেদন পদ্ধতি- অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পাবেন চাকরিপ্রার্থীরা। আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের www.sac.gov.in ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আবেদন করার জন্য একটি বৈধ মোবাইল নম্বর ও একটি ইমেইল আইডি থাকা আবশ্যক। আবেদন সম্পূর্ণ করার পর প্রাপ্ত শংসাপত্রটি নিজেদের কাছে রেখে দিতে হবে চাকরিপ্রার্থীদের।
চাকরির খবরঃ জেলা আদালতে গ্রূপ- ডি কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদন ফি- প্রত্যেক আবেদনকারীকে এককালীন ৭৫০/- টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তপশিলি জাতিভুক্ত প্রার্থীরা সম্পূর্ণ আবেদন ফি ফেরৎ পাবেন। অন্যান্য জাতিভুক্ত প্রার্থীরা ৫০০/- টাকা ফেরৎ পাবেন।
নিয়োগ পদ্ধতি- লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে আবেদনকারীদের মধ্য থেকে যোগ্য প্রার্থীদের বাছাই করে সংস্থায় নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ- ১১ জুলাই, ২০২৩।
[quads id=10]
Official Notification: Download Now
Official Website: Apply Now







