ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ISRO) -এর তরফে অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন ক্লার্ক সহ বিভিন্ন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
ISRO UDC Recruitment 2022
Employment No- ISRO:ICRB:02(A-JPA)
পদের নাম- Assistant
মোট শূন্যপদ- ৩৩৯ টি।
পদের নাম- Junior Personal Assistant
মোট শূন্যপদ- ১৫৩ টি।
পদের নাম- Upper Division Clerk
মোট শূন্যপদ- ১৬ টি।
পদের নাম- Stenographers
মোট শূন্যপদ- ১৪ টি।
চাকরির খবরঃ রাজ্যে লাইট হাউসে কর্মী নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান ৬০ শতাংশ নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও Stenographers পদের ক্ষেত্রে এক বছরের কাজের অভিজ্ঞতা সহ ইংরেজিতে প্রতি মিনিটে ৬০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। বয়স হিসাব করতে হবে ৯ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
বেতন- পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ২৫,৫০০/- টাকা।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি মোবাইল নাম্বার, নাম, ঠিকানা সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন ফি- আবেদন ফি বাবদ GEN/ OBC/ EWS প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ST/ PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনরূপ আবেদন ফি লাগবে না। আবেদন ফি জমা করা যাবে Net Banking/ Debit Card/ SBI Branch -এর মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ- ৯ জানুয়ারি, ২০২৩
চাকরির খবরঃ বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরোতে নিয়োগ
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের লিখিত পরীক্ষা ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান- Ahmedabad, Bengaluru, Hassan, Hyderabad, Sriharikota, Thiruvananthapuram, New Delhi
পরিক্ষা কেন্দ্র- পশ্চিমবঙ্গের কলকাতা।
Official Notification: Download Now
Apply Now: Click Here