আপনি কি পুলিশের চাকরি করার জন্য আগ্রহী? তাহলে আপনার জন্য সুখবর! মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ করবে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ Indo Tibetan Border Police Force বা ITBP। কীভাবে আবেদন করবেন, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম সহ রইলো বিস্তারিত প্রতিবেদন।
পদের নাম- সাব ইন্সপেক্টর (মহিলা ও পুরুষ)
মোট শূন্যপদ- ৩৭ টি। (পুরুষ- ৩২ টি, মহিলা- ৫ টি)
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে কেন্দ্রীয় সরকার অনুমোদিত যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং -এ ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বয়স- প্রার্থীর বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে অর্থাৎ প্রার্থীর জন্ম তারিখ ১৫/০৮/১৯৯৭ এর মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- পে লেভেল ৬ অনুযায়ী ৩৫,৪০০ থেকে ১,১২,৪০০ টাকা।
চাকরির খবরঃ পুলিশ কনস্টবল ড্রাইভার পদে নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।www.recruitment.itbpolice.nic.in এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। প্রার্থীর স্বাক্ষর এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো স্ক্যান করে আপলোড করতে হবে এছাড়াও প্রার্থীর অন্যান্য সমস্ত প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন করার শেষ তারিখ- ১৪ আগস্ট, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পাবেন।
নিয়োগ পদ্ধতি- ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট (PET), ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST),লিখিত পরীক্ষা, ডকুমেন্টেশন, ডিটেলড মেডিকেল এক্সামিনেশন (DME) এবং রিভিউ মেডিকেল এক্সামিনেশন (RME) এর উপর নির্ভর করে প্রার্থী নির্বাচিত করা হবে।
চাকরির খবরঃ রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here