অন্যান্য খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিএড স্পেশাল এডুকেশন কোর্সের ভর্তি শুরু, দেখে নিন আবেদন পদ্ধতি

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয় ও ‘ভয়েস অফ ওয়ার্ল্ড’ নামক সংস্থা যৌথভাবে শুরু করতে চলেছে বিএড স্পেশাল এডুকেশন (ভিস্যুয়াল ইম্পেয়ারমেন্ট বা দৃষ্টি প্রতিবন্ধকতা) নামক কোর্সটি। যাদবপুর বিশ্ববিদ্যালয় অনুমোদিত এই কোর্সটিকে স্বীকৃতি দিয়েছে রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফে এবিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২০২৩-২৫ শিক্ষাবর্ষের জন্য এই কোর্সে বার্ষিক কোর্স ফি ৪০,০০০ টাকা এবং আসন সংখ্যা ৩০। কোর্সটির ক্লাস করানো হবে দক্ষিণ ২৪ পরগনার নন্দভাঙ্গা গ্রামের ‘ভয়েস অফ ওয়ার্ল্ড’ টিচার্স ট্রেনিং কলেজে। আবেদনকারীদের বিজ্ঞান, সমাজবিজ্ঞান অথবা হিউম্যানিটিজ যেকোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তরে ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়া বিটেকে  ৫৫ শতাংশ নম্বর থাকলেও আবেদন করতে পারবেন।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সেরা ১০ টি চাকরির খবর 

প্রার্থীদের বাছাই করা হবে অ্যাকাডেমিক স্কোর এবং ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে।  আগামী ৩০ জুন আবেদনের শেষ দিন। ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে ৭ জুলাই এবং বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউ হবে আগামী ১০ ও ১১ জুলাই। চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে আগামী ১৪ জুলাই। প্রথম ক্লাস শুরু হবে ২৪ জুলাই থেকে। এই বিষয়ে আরও বিশদে জানা যাবে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়

Related Articles