চাকরির খবর

কেন্দ্রীয় সরকারের জলশক্তি মন্ত্রকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ, প্রতিমাসে পাবেন ১৫ হাজার টাকা স্টাইপেন্ড

Advertisement

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি খুশির খবর। ভারত সরকারের জল শক্তি মন্ত্রকের পক্ষ থেকে Internship -এর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। অল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে সহজেই মূল চাকরিতে যুক্ত হতে পারবেন চাকরিপ্রার্থীরা। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই আবেদনযোগ্য। শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি, আবেদনের শেষ তারিখ ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।

Employment No.— K-11025/19/2023-IEC Section/911

পদের নাম— Internship Trainee
মোট শূন্যপদ— প্রতিটি ক্ষেত্রে সর্বাধিক ৩ জন।
শিক্ষাগত যোগ্যতা— এই ইন্টার্নশিপে আবেদন জানানোর জন্য প্রত্যেক প্রার্থীকে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর সহ স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। এছাড়াও প্রত্যেক প্রার্থীকে Writing, Communication, Time management, Digital marketing এবং Relationship building -এর মত বিষয়গুলিতে দক্ষ হতে হবে।
মাসিক স্টাইপেন্ড— ইন্টার্নশিপ চলাকালীন প্রত্যেক প্রার্থীকে মাসিক ১৫,০০০/- টাকা স্টাইপেন্ড দেওয়া হবে।
বয়সসীমা— সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে বয়সের কোন নির্দিষ্ট সীমা উল্লেখ করা হয়নি। অর্থাৎ স্নাতক উত্তীর্ণ যে কোনো প্রার্থী এখানে আবেদন জানাতে পারেন।

চাকরির খবরঃ ১৩ হাজার টাকা মাসিক বেতনে স্বাস্থ্য দপ্তরের ৩৯৫ শূন্যপদে কর্মী নিয়োগ

জলশক্তি মন্ত্রকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ

আবেদন পদ্ধতি— ইচ্ছুক আবেদনকারীদের আবেদন নথিভুক্ত করতে হবে অনলাইনের মাধ্যমে। সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এরপর অনলাইন আবেদনপত্র নির্ভুলভাবে পূরণ করতে হবে। আবেদনপত্র পূরণ হওয়ার পর প্রয়োজনীয় ডকুমেন্টগুলিকে নির্দেশ অনুসারে আপলোড করতে হবে। সবশেষে অনলাইন আবেদনপত্রটি পুনরায় যাচাই করে সাবমিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ— এই পদের জন্য আবেদন শুরু হচ্ছে আগামী ২৯ জুন, ২০২৪ তারিখ থেকে, আবেদন চলবে আগামী ২৫ জুলাই, ২০২৪ তারিখ পর্যন্ত।

বিঃ দ্রঃ— ইন্টার্নশিপের সময়সীমা সমাপ্ত হওয়ার পর প্রার্থীদের নির্দিষ্ট দপ্তরের ডেপুটি সেক্রেটারি, ডাইরেক্টর, জয়েন্ট সেক্রেটারি পদমর্যাদার আধিকারিকদের অফিসে নিয়োগ করা হবে।

জলশক্তি মন্ত্রকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ

Official Notification: Download Now
Official Website: Apply Now

Related Articles