রাজ্যের সরকারি স্কুলে ক্লার্ক, গ্রূপ-ডি সহ বিভিন্ন নন টিচিং স্টাফ ও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন কোন বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি সহ বিস্তারিত নীচে দেওয়া হলো।
পদের নাম- টিজিটি শিক্ষক।
যে সমস্ত বিষয়ের ক্ষেত্রে নিয়োগ করা হবে সেগুলি হল: ইংরেজি- ২ টি, গণিত- ১ টি, এস.এস.টি-১ টি, হিন্দি- ১ টি, সংস্কৃত- ১ টি, কম্পিউটার- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই নিজেদের নির্দিষ্ট বিষয়ে ৫০% নাম্বার নিয়ে স্নাতক পাস হতে হবে। সঙ্গে প্রার্থীকে কেন্দ্রীয় সরকারের সি.টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
পদের নাম- পিআরটি (প্রাইমারি)
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের ক্ষেত্রে আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই নিজেদের নির্দিষ্ট বিষয়ে ৫০% নাম্বার নিয়ে স্নাতক পাস হতে হবে। সঙ্গে দু’বছরের D.El.Ed. কোর্স করা থাকতে হবে।
চাকরির খবরঃ H.S পাশে কেন্দ্রীয় সরকারের ক্লার্ক নিয়োগ
পদের নাম- ক্লার্ক।
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো বিষয়ে স্নাতক পাস করতে হতে হবে। সাথে কম্পিউটারের ভালো অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবে।
পদের নাম- কাউন্সিলর।
শূন্যপদ-১ টি।
শিক্ষাগত যোগ্যতা- এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীকে অবশ্যই সাইকোলজি বিষয়ে স্নাতক পাস করতে হবে। সাথে কাউন্সেলিং বিষয়ে দুই বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে। তাছাড়াও এই কাজ সম্পর্কে তিন বছরের অভিজ্ঞতা থাকলেই প্রার্থীরা আবেদন করতে পারবে।
অন্যান্য পদগুলি হল পিওন- ১ টি, আয়া- ২ টি, সুইপার- ২ টি, মালি- ১ টি, ওয়াচ ম্যান- ১ টি, বাস ড্রাইভার- ২ টি। এই পদগুলির শিক্ষাগত যোগ্যতা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে আপাতত প্রকাশ করা হয়নি।
নিয়োগের স্থান- জলপাইগুড়ি জেলার আর্মি পাবলিক স্কুলে এইসব পদে কর্মী নিয়োগ করা হবে।
চাকরির খবরঃ
রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ চলছে
রাজ্যের সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- প্রার্থীদের ইমেল -এর মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগপত্র ডাউনলোড করে তাদের প্রয়োজনীয় নথিপত্র সংযোজন করে আবেদনপত্রটি apsbagrakote@awesindia.edu.in এই ইমেল এর ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করতে গেলে প্রার্থীদের আবেদন ফি বাবদ ১০০ টাকা জমা দিতে হবে। আবেদন ফী জমা দেওয়া যাবে ডিমান্ড ড্রাফট -এর মাধ্যমে। আবেদনের করা যাবে ৮ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
Official Website: Click Here
Daily Job Updates: Click Here