রাজ্যের একটি স্কুলে গ্রুপ-ডি সহ বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত পদে প্রার্থী নিয়োগ করা হবে এক বছরের চুক্তির ভিত্তিতে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। দুটি আলাদা আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রূপ-ডি ও শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
গ্রূপ-ডি নিয়োগের বিজ্ঞপ্তি নং- 1649/ PO- DWJ/ BCW
পদের নাম- কুক (গ্রুপ- ডি)
মোট শূন্যপদ- ৩ টি।
বেতন- প্রতি মাসে ১২,০০০ টাকা।
পদের নাম- হেল্পার টু কুক (গ্রুপ- ডি)
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- প্রতি মাসে ১১,০০০ টাকা।
পদের নাম- সুইপার (গ্রুপ- ডি)
মোট শূন্যপদ- ১ টি।
বেতন- প্রতি মাসে ১১,০০০ টাকা।
বয়স- উপরোক্ত গ্রূপ-ডি পদগুলির ক্ষেত্রে ০১/০১/২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৮ বছরের মধ্যে হতে হবে। সরকার নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা- প্রকাশিত বিজ্ঞপ্তিতে গ্রূপ-ডি পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করা হয়নি। কিন্তু ধারণা করা যায় অষ্টম শ্রেণী পাশ করে থাকলে উপরোক্ত গ্রূপ-ডি পদগুলিতে আবেদন করতে পারবেন।
নিয়োগের বিজ্ঞপ্তি নং- 1650/ PO- DWJ/ BCW
পদের নাম- গেস্ট লেকচারার।
যে সমস্ত বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে তা হলো- জীবন বিজ্ঞান, অংক, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, অর্থনীতিবিদ্যা।
মোট শূন্যপদ- প্রতিটি বিষয়ে ১ টি করে শূন্যপদ সংখ্যা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ করে থাকতে হবে। সঙ্গে B.ED কোর্স থাকা বাধ্যতামূলক। এছাড়াও অন্ততপক্ষে দু’বছরের শিক্ষকতা করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন- উপরোক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে প্রতি মাসে ১২,০০০ টাকা।
বয়স- উপরোক্ত প্রতিটি বিষয়ের ক্ষেত্রে ০১/০৯/২০২২ তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়েসের ছাড় পাবেন।
চাকরির খবরঃ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। জেলার অফিসিয়াল ওয়েবসাইটে (https://jalpaiguri.gov.in/) গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা কালার পাসপোর্ট সাইজ ছবি, স্বাক্ষর, বয়সের প্রমাণপত্র, সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট এবং কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট সহ অন্যান্য প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে। অন্য কোনো মাধ্যমের দ্বারা অথবা সরাসরি আবেদনপত্র জমা করলে তা গ্রাহ্য করা হবে না।
নিয়োগ পদ্ধতি- ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান- জলপাইগুড়ি জেলার Eklabya Model Residential School (ইংরেজি মাধ্যম), Nagrakata, PO- Nagrakata, District- Jalpaiguri এই স্কুলটি পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ ও শিক্ষা পরিষদ কতৃক অনুমোদনপ্রাপ্ত। এবং পশ্চিমবঙ্গ সরকারের ট্রাইবাল ডেভেলপমেন্ট দপ্তরের অন্তর্গত।
আবেদনের শেষ তারিখ- ২২ শেসেপ্টেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে।
Group- D Notice: Download Now
Teacher Notice: Download Now
Daily Job Update: Click Here