রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের অধীনে কর্মী নিয়োগের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সরকারি দপ্তরে এই প্রকল্পের মাধ্যমে মূলত গ্ৰুপ- সি লেভেলের কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সসীমা এবং আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করা হলো আজকের প্রতিবেদনে।
Employment No.— 48/DPMU(RP)
পদের নাম— Accountant
শিক্ষাগত যোগ্যতা— এই শূন্যপদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীকেই কমার্স বিভাগের যে কোনো বিষয়ে স্নাতক উত্তীর্ণ হয়ে থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে মাইক্রোসফট অফিস প্যাকেজের বিভিন্ন সফটওয়্যারে কাজের দক্ষতা রাখতে হবে। এছাড় স্প্রেড শিট এবং ট্যালি সফটওয়্যারেও কাজের দক্ষতা রাখতে হবে প্রার্থীকে। সংশ্লিষ্ট কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন প্রার্থীরা।
চাকরির খবরঃ CTET পরীক্ষার আবেদন শুরু হল অনলাইনে
মাসিক বেতন— এই পদে কর্মরত প্রার্থীর প্রতি মাসে বেতন হলো ১৫,০০০/- টাকা।
বয়সসীমা— সংশ্লিষ্ট এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪৫ বছরের মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি— অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে আগ্রহী প্রার্থীকে। প্রস্তাবিত আবেদনপত্র অফিসিয়াল বিজ্ঞপ্তির নিচের অংশে পেয়ে যাবেন প্রার্থীরা। আবেদনপত্র ডাউনলোড করার পর আবেদনপত্রের ফাঁকা জায়গায় প্রয়োজনীয় সমস্ত তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। এরপর পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যুক্ত করে সম্পূর্ণ আবেদনপত্রটি নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা— In the Drop Box at DPMU, Rupashree Section, 2nd Floor District Magistrate Office, Jalpaiguri অথবা Drop Box at the Offices of Sub- Divisional Officer Mal and Dhupguri
প্রয়োজনীয় ডকুমেন্ট— বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, ঠিকানার প্রমাণপত্র, কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ছবি ইত্যাদি।
নিয়োগ পদ্ধতি— এই পদের জন্য ৫০ নম্বরের লিখিত পরীক্ষা, ৪০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ১০ নম্বরের মৌখিক পরীক্ষা আয়োজিত হবে।
চাকরির খবরঃ আরও একটি নতুন জেলায় রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ চলছে
আবেদনের শেষ তারিখ— আগামী ৪ অক্টোবর, ২০২৪ তারিখে বিকাল ৫ টা ৩০ মিনিট পর্যন্ত উক্ত ঠিকানাগুলিতে আবেদনপত্র জমা করা যাবে।
Official Notification: Download Now
Official Website: Click Here