রাজ্যে জুট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No-01/2023
পদের নাম- Assistant Manager
মোট শূন্যপদ- ১১ টি।
যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Marketing- 4/ Finance- 4/ HR- 3
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Marketing পদের ক্ষেত্রে Jute Technology -তে Degree করা থাকতে হবে। Finance পদের ক্ষেত্রে B. Com/ M. Com করা থাকতে হবে। এবং HR পদের ক্ষেত্রে Graduation পাশ করে থাকতে হবে। এছাড়াও উভয় পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগে কর্মী নিয়োগ
[quads id=10]
বেতন- উভয় পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন ৪০,০০০/- টাকা থেকে ১,৪০,০০০/- টাকা।
বয়স- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী।
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে Annexure-I & Annexure- II আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
চাকরির খবরঃ রাজ্যের DM অফিসে কর্মী নিয়োগ
[quads id=10]
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Senior Manager (HR), The Jute Corporation Of India Limited, 15N, NELLIE Sengupta Sarani, Kolkata-700087
আবেদনের শেষ তারিখ- ১৭ ফেব্রুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here








