শিক্ষার খবর

JEE Advanced 2023: জেইই মেন না দিয়েই অংশ নেওয়া যাবে জেইই অ্যাডভান্সড পরীক্ষায়! কারা সুযোগ পাবেন? জানুন বিস্তারিত

Advertisement

ভারতের বিদেশী নাগরিক কিংবা ভারতীয় বংশোদ্ভূতদের জন্য বিশেষ সুযোগ দিল আইআইটি গুয়াহাটি। সম্প্রতি জানানো হয়েছে, উক্ত প্রার্থীরা জয়েন্ট এন্ট্রান্স মেন একজ়ামিশন না দিয়ে থাকলেও আসন্ন জেইই অ্যাডভান্সড পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ তাঁদের সরাসরি পরীক্ষায় আবেদনের সুযোগ দেওয়া হচ্ছে।

চলতি বছরের ৪ জুন অনুষ্ঠিত হতে চলেছে জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্সড (জেইই অ্যাডভান্সড) পরীক্ষা। সংশ্লিষ্ট পরীক্ষার আয়োজনে থাকছে ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি। সম্প্রতি প্রতিষ্ঠানের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, যে সকল বিদেশী প্রার্থীরা ভারতে অথবা বিদেশে দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হয়েছেন অথবা দ্বাদশ শ্রেণীতে পড়ছেন তাঁদের জেইই মেন রেজিস্ট্রেশনের সময়ে আবেদনপত্রে জেইই মেন পরীক্ষার উল্লেখ করার প্রয়োজন নেই।

চাকরির খবরঃ রাজ্যের ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ

FB Join

বরং তাঁরা অন্যান্য প্রয়োজনীয় তথ্যগুলি পূরণ করে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে পারবেন। ‘OCI’ বা ‘PIO’ কার্ড থাকা প্রার্থীরা এই সুযোগ পাবেন। এছাড়া যে সকল বিদেশী পড়ুয়ারা ভারতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাঁরাও পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। তবে এ বিষয়ে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানিয়েছে আইআইটি। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।

চাকরির খবরঃ রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ

আন্তর্জাতিক প্রার্থীদের ক্ষেত্রে এই বিশেষ সুযোগ দেওয়া হচ্ছে আইআইটির তরফে। প্রসঙ্গত, বিদেশী প্রার্থীদের জন্য জেইই অ্যাডভান্সড পরীক্ষার রেজিস্ট্রেশন শুরু হচ্ছে আগামী ২৪শে এপ্রিল থেকে। চলবে আগামী ৪ মে পর্যন্ত। আবেদন নেওয়া হবে অনলাইন মারফত। পরীক্ষার বিষয়ে যাবতীয় জানতে ওয়েবসাইটে নজর রাখবেন পরীক্ষার্থীরা।

 

Related Articles