দি ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) এর তরফে প্রকাশ করা হলো জয়েন্ট এন্ট্রান্স মেন (JEE Main) 2023 সেশন ২ পরীক্ষার ফাইনাল অ্যানসার কি। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) এ গিয়ে ‘অ্যানসার কি’ চেক করতে পারবেন।
ফাইনাল অ্যানসার কি চেক করবেন কিভাবে?
১) প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে পরীক্ষার্থীদের।
২) এরপর ‘JEE – 2023 Session 2 Final Provisional Answer Key’ লিঙ্কে ক্লিক করতে হবে।
আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গ পুলিশের লেডি কনস্টেবলের আবেদন শুরু হলো
৩) এবার স্ক্রিনে ‘অ্যানসার কি’ দেখতে পাবেন।
৪) এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন পরীক্ষার্থীরা।
প্রসঙ্গত, জেইই মেন ২০২৩ সেশন ২ পরীক্ষাটি আয়োজিত হয়েছিল এপ্রিলের ৬, ৮, ১০, ১১, ১২, ১৩, এবং ১৫ তারিখ নাগাদ। পরীক্ষায় অংশগ্রহণ করেন বহু সংখ্যক পরীক্ষার্থী। প্রভিশনাল ‘অ্যানসার কি’ প্রকাশ পায় ১৯ শে এপ্রিল। আর এবার প্রকাশ পেল ফাইনাল অ্যানসার কি। সূত্রের খবর, অতি শীঘ্রই প্রকাশ পেতে চলেছে জেইই মেন পরীক্ষার রেজাল্ট। এছাড়া এ বিষয়ে বিস্তারিত জানতে ও পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন পরীক্ষার্থীরা।
JEE Main 2023 Session 2 Final Answer Key: Download Now