জয়েন্ট এন্ট্রান্স মেন একজামিনেশন (JEE Main) সেশন ২ পরীক্ষার ‘অ্যাডভান্সড সিটি ইনফরমেশন স্লিপ’ প্রকাশ করলো ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)। যে সকল পরীক্ষার্থীরা চলতি বছরে এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাঁরা অফিসিয়াল ওয়েবসাইট (jeemain.nta.nic.in) থেকে সংশ্লিষ্ট ‘সিটি ইনফরমেশন স্লিপ’ ডাউনলোড করতে পারবেন।
JEE Main Update
‘সিটি ইনফরমেশন স্লিপ’ ডাউনলোড করবেন কিভাবে?
১) পরীক্ষার্থীদের প্রথমে (jeemain.nta.nic.in) ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর জেইই মেন সেশন ২ পরীক্ষার ‘অ্যাডভান্সড সিটি ইনফর্মেশন স্লিপ’ ডাউনলোডের লিঙ্কে ক্লিক করতে হবে।
৩) এবার লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।
৪) এরপর ‘সিটি ইনফরমেশন স্লিপ’ স্ক্রিনে দেখতে পাবেন।
৫) প্রয়োজনে এটি ডাউনলোড করে নিতে পারেন পরীক্ষার্থীরা।
চাকরির খবরঃ এপ্রিল মাসের সমস্ত চাকরির খবর
প্রসঙ্গত, জয়েন্ট এন্ট্রান্স মেন সেশন ২ পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ৬ এপ্রিল থেকে। বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা হবে আগামী ৬, ৮, ১০, ১১ এবং ১২ই এপ্রিল ২০২৩ নাগাদ। প্রকাশ পেয়েছে ‘সিটি ইনফরমেশন স্লিপ’। এখান থেকে পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ধারণা লাভ করবেন পরীক্ষার্থীরা। এছাড়া পরীক্ষা সম্বন্ধীয় পরবর্তী আপডেট পেতে অফিসিয়াল ওয়েবসাইটে অবশ্যই নজর রাখবেন।