শিক্ষার খবর

JEE Main Admit Card: জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো

Advertisement

JEE Main Admit Card: জানুয়ারির জয়েন্ট এন্ট্রান্স (জেইই) মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করলো National Testing Agency (NTA). আগামী ২৪শে জানুয়ারি থেকে অনুষ্ঠিত হবে জেইই মেন পরীক্ষাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছিল ‘এক্সাম সিটি স্লিপ’। এবার পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করলো সংস্থা। পরীক্ষার্থীরা জেইই এর অফিসিয়াল ওয়েবসাইট (jee.nta.nic.in) এ গিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।

JEE Main Admit Card publish

JEE Main পরীক্ষার অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন-

১) জেইই মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে জেইই এর অফিসিয়াল ওয়েবসাইট (jee.nta.nic.in) এ যেতে হবে।
২) এরপর হোমপেজে ‘সেশন ১’ ট্যাবে যেতে হবে।
৩) এরপর অ্যাপ্লিকেশন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে পরীক্ষার্থীদের।
৪) এবার স্ক্রিনে অ্যাডমিটটি দেখতে পাবেন পরীক্ষার্থীরা।
৫) এরপর অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।

আরও পড়ুনঃ পশ্চিমবঙ্গের সরকারি চাকরির খবর দেখে নিন 

আইআইটি সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হলো জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষাটি। এবছর ২৪ শে জানুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার আয়োজন করেছে এনটিএ। সম্প্রতি প্রকাশ পেয়েছিল জয়েন্ট এন্ট্রান্সের ‘এক্সাম সিটি ইনফর্মেশন স্লিপ’। এরপর এদিন প্রকাশ পেল পরীক্ষার অ্যাডমিট কার্ড। সংস্থা জানিয়েছে, পরীক্ষার দিন সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ডটি অবশ্যই বহন করে নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদের।

Related Articles