ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ হবে খুব শীঘ্রই। ঝাড়গ্রামের জেলার চাইল্ড প্রটেকশন ইউনিটের তরফ থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। কোন কোন পদে কর্মী নিয়োগ হবে, বয়স সীমা কত, বেতন কত, শূণ্যপদের সংখ্যা, নিয়োগ পদ্ধতি ও আবেদন পদ্ধতি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- পি.ও (NIC)
শূন্যপদ- ১ টি (SC)
শিক্ষাগত যোগ্যতা- চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, ল, সোশ্যাল ওয়ার্ক ইত্যাদি বিষয়ের ওপর গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশন লাগবে ও সংশ্লিষ্ট স্তরে দুইবছরের কাজ করার অভিজ্ঞতা লাগবে।
বয়সসীমা- ১৮ থেকে ৪৫ বছর।
মাসিক বেতন- ২৭, ৮০৪ টাকা।
পদের নাম- অ্যাকাউন্টেন্ট।
শূন্যপদ- ১ টি ( UR )
যোগ্যতা- কমার্স অথবা ম্যাথমেটিক্সের উপর গ্রাজুয়েশন পাশ এবং এক বছরের কম্পিউটার স্কিল অথবা ট্যালির ওপর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়সসীমা- ১৮ থেকে ৩৫ বছর।
মাসিক বেতন- ১৮, ৫৩৬ টাকা।
চাকরির খবরঃ কলকাতা এয়ারপোর্টে ১৫০০০ টাকা মাসিক বেতনে অ্যাপ্রেন্টিস নিয়োগ
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর।
শূন্যপদ- ১ টি (UR)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ ও কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী।
বয়স- ১৮ থেকে ৩৫ বছর।
মাসিক বেতন- ১৩,২৪০ টাকা।
পদের নাম- সোশাল ওয়ার্কার।
শূন্যপদ- ১টি (SC)
শিক্ষাগত যোগ্যতা- সোশ্যাল ওয়ার্ক বা স্যোশিওলজি অথবা সোশ্যাল সাইন্সের ওপর গ্রাজুয়েশন। এছাড়া কম্পিউটারের ওপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- ১৮ থেকে ৩৫ বছর।
মাসিক বেতন- ১৮,৫৩৬ টাকা।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে ১৫ হাজার বেতনের চাকরি, এক্ষুনি আবেদন করুন
আবেদন পদ্ধতি- আবেদন ফর্মের হার্ডকপি ঝাড়গ্রামের ডি এম অফিস থেকে কালেক্ট করতে হবে ও তারপর সেটি রেজিস্ট্রি পোস্ট করে পাঠাতে হবে ঝাড়গ্রামের ডিস্ট্রিক চাইল্ড প্রোটেকশন ইউনিটে। অনলাইন মাধ্যমেও অ্যাপ্লিকেশন ফর্মটি জমা করা যাবে, সেক্ষেত্রে আবেদনকারীকে অ্যাপ্লিকেশন ফর্মটি dcpujhargram@gmail.com -এ মেল করতে হবে।
নিয়োগ পদ্ধতি- চারটি পদের জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে , এরপর ৩০ নম্বরের কম্পিউটার পরীক্ষা হবে ও তারপর একটি ইন্টারভিউ হবে।
আবেদন করার তারিখ- ৫.১২.২০২৪ থেকে ২৪. ১২. ২৪ সন্ধ্যে ৬’টা পর্যন্ত।
Official Notification: Download Now
Official Website: Click Here