গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিলেন রাজ্যে গ্রুপ ডি পদে অযোগ্যভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের চাকরি বাতিল করতে হবে। এদিন সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই তড়িঘড়ি পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন। এসএসএসসির তরফে এদিন ১,৯১১ জন অযোগ্য প্রার্থীর সুপারিশপত্র বাতিল করা হয়েছে।
গ্রুপ ডি চাকরি থেকে বাতিল ১৯১১ জনের নামের তালিকা
রাজ্যে গ্রুপ ডি পদে প্রার্থীদের বেআইনিভাবে নিয়োগের অভিযোগ উঠে। সেক্ষেত্রে জানা যায়, ওএমআর শিট (উত্তরপত্রে) কারচুপির মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছে বহু সংখ্যক প্রার্থীদের। মামলার শুনানিতে বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসএসসিকে সংশ্লিষ্ট প্রার্থীদের চাকরি বাতিলের জন্য ২৪ ঘন্টা সময় দেন। সেইমতো শুক্রবার বেলা ১২টার মধ্যে অযোগ্য প্রার্থীর তালিকা সম্বলিত বিস্তারিত হলফনামা পেশ করার পর তা ওয়েবসাইটে আপলোড ও সুপারিশপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়েছিল কমিশনকে।
আরও পড়ুনঃ
প্রাইমারি টেট পরীক্ষায় প্রথম হলেন কে?
সব ভুল করলেও প্রাথমিক টেটে ৪ নম্বর নিশ্চিত!
এরপরই শুক্রবার এসএসসির আইনজীবী আদালতে হলফনামা দিয়ে স্বীকার করে নেন যে, প্রায় ১,৯১১ জন প্রার্থীকে বেআইনিভাবে নিয়োগ করা হয়েছিল। এদিন আদালতের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে বেআইনিভাবে নিয়োগ পাওয়া প্রার্থীদের সুপারিশপত্র প্রত্যাহার করে। এরপর নির্দিষ্ট আইন মেনে সংশ্লিষ্ট প্রার্থীদের চাকরি বাতিলের জন্য মধ্যশিক্ষা পর্ষদকে নির্দেশ দেওয়া হয়েছে।