নবম দশম শ্রেণীর সিলেবাস প্রায় ৪ বছরেরও বেশি পুরনো। এবার এই সিলেবাস সংস্কার করা হোক। এদিন এজলাসে থাকাকালীন পরামর্শ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এর সাথে এদিন বিচারপতি রাজ্যের শিক্ষক নিয়োগ প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
চলতি বছরের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা হ্রাস পেয়েছে। আগের বছরের তুলনায় প্রায় চার লক্ষ পরীক্ষার্থী কম এই বছর। এদিন সংশ্লিষ্ট বিষয়ে আক্ষেপ প্রকাশের সাথে রাজ্যের শিক্ষক নিয়োগ নিয়ে সওয়াল করেন বিচারপতি বসু। তাঁর কথায়, “সিলেবাসে বদল এনে রাজ্য নতুন কিছু ভাবুক”। এর সাথে বিচারপতির সংযোজন, সিবিএসই, আইসিএসই বোর্ডের তুলনায় কোনোও অংশে কম যায় না মাধ্যমিক বোর্ডের পড়ুয়ারা। সূত্রের খবর, এদিন রাজ্যের এজিকে সামনে রেখে বিচারপতির বার্তা, “নবম দশম শ্রেণীর সিলেবাস ৪ বছরেরও বেশি পুরনো, অন্যান্য বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে সিলেবাস সংস্কার করুক রাজ্য”।
আরও পড়ুনঃ প্রাইমারি টেট 2022 কি বাতিল হবে?
এরপরই এজি সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানান, বিচারপতির বার্তা মেনে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে রাজ্য। সূত্রের খবর, বিচারপতি এদিন শিক্ষক বদলি প্রসঙ্গেও বক্তব্য রাখেন। এর আগেও শিক্ষক বদলি নিয়ে মন্তব্য করেছিলেন বিচারপতি। তাঁর কথায়, “পড়ুয়া না থাকলে সেই স্কুলে শিক্ষক রেখে লাভ নেই। বরং যে সব স্কুলে পড়ুয়া নেই সেই সব স্কুল তুলে দেওয়া হোক”। এদিন ফের সংশ্লিষ্ট বিষয়টির পর্যালোচনা আনলেন তিনি।