চাকরির খবর

SSC Group C: গ্রুপ- সি পদের দুর্নীতিগ্রস্ত ৩৪৭৮টি উত্তরপত্র প্রকাশ্যে আনার নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

Advertisement

দুর্নীতি ছড়িয়েছে রাজ্যের বিভিন্ন স্তরের প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায়। চাকরি বাতিল হয়েছে বহু অবৈধ প্রার্থীদের। আর এবার চাঞ্চল্যকর তথ্য সামনে এলো গ্রুপ সি পদের নিয়োগের ক্ষেত্রে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি পদের প্রার্থী নিয়োগে দুর্নীতির কথা স্বীকার করে নেয়। এরপরেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত ওএমআর শিটগুলি প্রকাশ্যে আনার নির্দেশ দিলেন।

সম্প্রতি আদালতে এসএসসি জানায়, গ্রুপ সি নিয়োগে এমন কিছু ওএমআর শিট কমিশনের হাতে রয়েছে যেখানে পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর আসল ওএমআর শিটে একরকম ও কমিশনের কাছে আর একরকম। এই ঘটনার জন্য কমিশনের বেশ কিছু আধিকারিককেই দায়ী করেছে এসএসসি। সূত্রের খবর, দুর্নীতিগ্রস্ত ওএমআর শিটের সংখ্যা প্রায় ৩৪৭৮টি। এই গোটা ঘটনাটি পর্যবেক্ষণ করে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি। তাঁর নির্দেশ, অতি শীঘ্রই সংশ্লিষ্ট উত্তরপত্রগুলি প্রকাশ্যে আনতে হবে। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে উত্তরপত্রগুলি উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)।

চাকরির খবরঃ ভারত ইলেকট্রনিক্সে লিমিটেডে কর্মী নিয়োগ

join Telegram

ইতিমধ্যে অভিযোগ, গাজিয়াবাদের সার্ভারে বেশ কিছু প্রার্থীর নম্বর দেখানো হয়েছে ৪০ যা কমিশনের সার্ভারে ১০-১২ নম্বর কমে গিয়েছে। অর্থাৎ উত্তরপত্রে যে কারচুপি হয়েছে তা বোঝাই যাচ্ছে। কমিশনের তরফে জানানো হয়েছে, সংশ্লিষ্ট ৩৪৭৮টি উত্তরপত্রের মধ্যে ৩০০টি উত্তরপত্র বিকৃত করা হয়নি। প্রসঙ্গত, বিচারপতি গঙ্গোপাধ্যায় স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন আগামী ৯ মার্চের মধ্যে বিকৃত ওএমআর শিটগুলি তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করতে হবে।

FB Join

Related Articles