প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা আনতে সম্পূর্ণ মেধা তালিকা প্রকাশের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিন হাইকোর্ট প্রাথমিক শিক্ষা পর্ষদকে নির্দেশ দেয়, আগামী ৩০ নভেম্বরের মধ্যে ৬০ হাজার শিক্ষকের সম্পূর্ণ নম্বর বিভাজন সহ মেধা তালিকা দফতরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। ২০১৪ সালের টেট পরীক্ষা থেকে শুরু করে, ২০১৬ সালের পরীক্ষা, এখনো অবধি রাজ্যে নিয়োগ হওয়া সমস্ত প্রাথমিক শিক্ষক অর্থাৎ যার সংখ্যা প্রায় ৬০ হাজার সকলের নাম্বার বিভাজন সহ সম্পূর্ণ মেধাতালিকাকে প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
সেইসঙ্গে হাইকোর্টের নির্দেশে প্রশ্ন ভুল মামলায় মোট ১৮৭ জন চাকরীপ্রার্থীদের চাকরীর সুপারিশপত্র দিলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিচারপতি আদেশ দিয়েছিলেন এই ১৮৭ জনকে তিন দফায় চাকরি দিতে হবে। এদিন মোট ১৮৫ জনের চাকরীর নিয়োগপত্র বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা সংসদ দের কাছে পাঠিয়ে দেয় পর্ষদ। ২০১৪ সালের টেট পরীক্ষার পরিপ্রেক্ষিতে এই নিয়োগ হয়।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখুন
সম্প্রতি এই ১৮৭ জনের ইন্টারভিউ নেওয়া হয়েছিল আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে। তারপর তাদের মেধাতালিকা প্রকাশ করে সুপারিশ পত্র পাঠানো হয়েছে। এই নিয়োগের নির্দেশও দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।