সম্প্রতি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি কোর্সে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগে পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া হবে প্রার্থীদের। পিএইচডিতে ভর্তির আবেদন গ্রহণ চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.klyuniv.ac.in/) এ গিয়ে ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিটি দেখে আসতে পারেন।
বিশ্ববিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ইতিহাস, বাংলা, হিন্দি, এবং এডুকেশন বিভাগের পিএইচডি কোর্সে ভর্তি নেওয়া হবে প্রার্থীদের। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে আবেদনরত প্রার্থীদের কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ের স্নাতকোত্তর বা সমতুল কোর্সে অন্তত ৫৫ শতাংশ নম্বর থাকতে হবে। যদিও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য কিছু ছাড় দিয়েছে ইউনিভার্সিটি। আবেদনের জন্য জেনারেল, ওবিসি ‘এ’ ও ‘বি’ প্রার্থীদের জন্য ফি ধার্য হয়েছে ৬০০/- টাকা এবং এসসি, এসটি আবেদনকারী প্রার্থীদের জন্য ফি রাখা হয়েছে ১৫০/- টাকা।
চাকরির খবরঃ রাজ্যে হিন্দুস্তান কপার লিমিটেডে কর্মী নিয়োগ
পিএইচডি কোর্সে ভর্তির জন্য একটি লিখিত প্রবেশিকা পরীক্ষা রিসার্চ এন্ট্রান্স টেস্ট নেবে ইউনিভার্সিটি। যা অফলাইনে আয়োজিত হবে। সংশ্লিষ্ট পরীক্ষাটিতে মোট ৫০ টি মাল্টিপল চয়েসের (এমসিকিউ) প্রশ্ন থাকবে। যেখানে পরীক্ষার্থীদের পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে। যদিও এখানে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য ছাড় দেওয়া হবে। প্রসঙ্গত, যে সমস্ত প্রার্থীরা ইউজিসি নেট/ সিএসআইআর নেট / সেট/ গেট/আইসিএমআর সহ সমতুল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ও যাঁরা রিসার্চ ফেলোশিপ অথবা কোনোও শিক্ষকতার ফেলোশিপ পান তাঁদের বিশ্ববিদ্যালয়ের লিখিত প্রবেশিকা পরীক্ষাটি দিতে হবে না। একইসাথে যাঁদের এমফিল /এমডি /এমটেক/ এমই ডিগ্রি রয়েছে তাঁদেরও এই লিখিত পরীক্ষা দিতে হবে না। সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত জানতে আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করবেন।