রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয়ে বিভিন্ন বিষয় ভিত্তিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোনরূপ লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। শিক্ষক নিয়োগ করা হবে বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয়ে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন। KENDRIYA VIDYALAYA, BERHAMPORE RECRUITMENT 2021.
পদের নাম- প্রাইমারি শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা- ৫০ শতাংশ নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ সঙ্গে D.Ed/ B.Ed করে থাকতে হবে এবং প্রার্থীকে অবশ্যই CTET পাশ করে থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে ইংরেজি অথবা হিন্দিতে পড়ানোর দক্ষতা রাখতে হবে।
পদের নাম- Trained Graduate Teacher (TGT)
যেসব বিষয়ের শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল- হিন্দি, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, ভূগোল, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অংক, বিজ্ঞান।
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ইন্ট্রিগেটেড গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
অথবা, যে সমস্ত প্রার্থীরা তিন বছরের স্নাতক কোর্স সঙ্গে B.Ed কোর্স করেছেন তারাও আবেদন করতে পারবেন। উভয় ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই CTET পাশ করে থাকতে হবে সঙ্গে ইংরেজি অথবা হিন্দিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীকে কম্পিউটার জানতে হবে।
আরও চাকরির খবরঃ
রাজ্যে ক্লার্ক ও গ্রূপ- ডি কর্মী নিয়োগ
রাজ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ
পদের নাম- Post Graduate Tacher (PGT)
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হল-
ইংরেজি, হিন্দী, অংক, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, ইতিহাস, অর্থনীতি
শিক্ষাগত যোগ্যতা- প্রার্থীকে অবশ্যই ৫০ শতাংশ নম্বর সহ দু’বছরের ইন্ট্রিগেটেড পোস্ট গ্যাজুয়েট কোর্স পাশ করে থাকতে হবে।
অথবা, ৫০ শতাংশ নম্বর সহ স্নাতকোত্তর সঙ্গে B.Ed পাস করে থাকলেও প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি প্রার্থীকে ইংরেজি অথবা হিন্দিতে পড়ানোর দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার জানতে হবে।
পদের নাম- কম্পিউটার ইনস্ট্রাক্টর।
শিক্ষাগত যোগ্যতা- কম্পিউটার সায়েন্সে B.E/ B.Tech/ BCA/ MCA/ M.Sc/ B.Sc অথবা অংক নিয়ে স্নাতক/ কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ডিপ্লোমা কোর্স করে থাকলে আবেদন করতে পারবেন অথবা DOEACC থেকে A লেবেলের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি পড়ে থাকলেও আবেদন করতে পারবেন।
পদের নাম- ডান্স কোচ।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য/ জাতীয় স্তর থেকে নাচ বিষয়ক যেকোন শাখায় ডিপ্লোমা/ ডিগ্রী/ স্নাতক কোর্স করে থাকতে হবে সঙ্গে ইংরেজি অথবা হিন্দিতে কথা বলতে জানতে হবে এবং কম্পিউটার/ ICT সম্পর্কে জানতে হবে।
পদের নাম- যোগা শিক্ষক।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যোগাতে স্নাতক কোর্স অথবা এক বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
পদের নাম- নার্স।
শিক্ষাগত যোগ্যতা- নার্সিং এ ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
পদের নাম- গেমস কোচ।
শিক্ষাগত যোগ্যতা- রাজ্য/ জাতীয় স্তর থেকে খেলা বিষয়ক যেকোন শাখায় ডিপ্লোমা/ ডিগ্রী/ স্নাতক কোর্স করে থাকতে হবে সঙ্গে ইংরেজি অথবা হিন্দিতে কথা বলতে জানতে হবে এবং কম্পিউটার/ ICT সম্পর্কে জানতে হবে।
পদের নাম- ডাক্তার।
শিক্ষাগত যোগ্যতা- MBBS পাশ।
পদের নাম- একাডেমিক কাউন্সিলার।
শিক্ষাগত যোগ্যতা- যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সাইকোলজি তে BA/ B.Sc কোর্স করে থাকতে হবে সঙ্গে কাউন্সিলিংয়ে এক বছরের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
সংশ্লিষ্ট শাখায় অন্ততপক্ষে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে।
বেতন- কেন্দ্রীয় বিদ্যালয়ের নিয়ম অনুযায়ী প্রার্থীরা যথাযথ বেতন পাবেন।
আবেদন পদ্ধতি- উপরোক্ত সমস্ত পদের ক্ষেত্রে আবেদন করার জন্য আলাদা করে কোনো আবেদনপত্র পূরণ করতে হবে না। শুধুমাত্র নির্দিষ্ট সময় ও তারিখে ইন্টারভিউ -এর নির্দিষ্ট স্থানে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউয়ের সময় ও তারিখ-
১) প্রাইমারি শিক্ষক এর ক্ষেত্রে ০৮/১১/২০২১ সোমবার সকাল ৯ টা থেকে শুরু হবে।
২) গেমস কোচ, যোগা শিক্ষক, ডাক্তার, নার্স, ডান্স কোচ এবং কাউন্সিলর এর ক্ষেত্রে ০৮/১১/২০২১ সোমবার দুপুর ১২ টা থেকে শুরু হবে।
৩) PGT (পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, অংক, জীববিদ্যা, কম্পিউটার সাইন্স) এবং TGT (অংক এবং বিজ্ঞান), কম্পিউটার ইনস্ট্রাক্টর -এর ক্ষেত্রে ০৯/১১/২০২১ মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হবে।
৪) PGT (ইংরেজি, হিন্দী, ইতিহাস, ভূগোল,রাষ্ট্রবিজ্ঞান)
TGT (হিন্দি, ইংরেজি, সমাজবিজ্ঞান এবং সংস্কৃত) এর ক্ষেত্রে ০৯/১/২০২১ মঙ্গলবার দুপুর ১২ টা থেকে শুরু হবে।
উপরে উল্লিখিত বিজ্ঞপ্তিটি বহরমপুর কেন্দ্রীয় বিদ্যালয় দ্বারা প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলা ভাষায় লেখা হয়েছে। আবেদন করার আগে নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তিটি পড়বেন তারপর আবেদন করবেন।
Official Notice: Download Now
Daily Job Update: Click Here