শিক্ষাক্ষেত্রে লিঙ্গ বৈষম্য থাকা উচিত নয়, এই মর্মে রাজ্যের সমস্ত স্কুলগুলোতে ছেলেমেয়েদের একই সঙ্গে পঠনপাঠনের ব্যবস্থা করার জন্য পরামর্শ দান করলো রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ থেকে এই প্রথা শুরু করা হবে বলে জানায় রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।
এই পরিবর্তন প্রসঙ্গে কমিশন জানায়, একই সঙ্গে ছেলেমেয়েদের পঠনপাঠনের ফলে শৈশবকাল থেকেই শিশুদের মনে লিঙ্গ চেতনা তৈরি করা সম্ভব হবে। লিঙ্গ সাম্য প্রতিষ্ঠা ও নারীদের বিরুদ্ধে ক্রমাগত ঘটে চলা অপরাধ কমানোর ক্ষেত্রে এই পদক্ষেপ কাজে আসবে বলে দাবি কমিশনের।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাশে সেরা ১০ টি চাকরির খবর
এই প্রস্তাব কেরালা রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশনের চেয়ারম্যান ঘোষণা করেন। ঐ রাজ্যের ২৮০ টি বয়েজ স্কুল ও ১৬৪ টি গার্লস স্কুলে পরবর্তী শিক্ষাবর্ষ থেকে এই ব্যবস্থা চালু করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। তেমনভাবে লক্ষ্য রেখেই পঠনপাঠনের প্রয়োজনীয় কাঠামো তৎসহ শৌচাগার ও অন্যান্য কাঠামো গঠনের কাজ তৎপরতার সঙ্গে শুরু করা হয়েছে। তবে, শুধু সরকারি স্কুল নয় বেসরকারি স্কুল এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলেও এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে।