শিক্ষার খবর

বিরাট সিদ্ধান্ত! NCERT বাদ দিলেও মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়াবে রাজ্য!

Advertisement

ইতিহাস বইয়ের পাতা থেকে মুঘল সাম্রাজ্যের ইতিহাস বাদ দেওয়ার প্রসঙ্গে বিস্তর জলঘোলা হয়েছিল বিভিন্ন মহলে। আর এবার ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (NCERT) এর সিদ্ধান্তে সম্পূর্ণ বিপরীত পথে হাঁটলো কেরল রাজ্য। সূত্রের খবর, রাজ্যের স্কুল সিলেবাস থেকে NCERT যে অংশগুলি বাদ দিয়ে দিয়েছে সেগুলোই ফের সিলেবাসে সংযুক্ত করে দেবে কেরল সরকার।

সম্প্রতি কেরল স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং (SCERT) এর কারিকুলাম স্টিয়ারিং কমিটির মিটিং আয়োজিত হয়েছিল। আর সেখানেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। কমিটির তরফে জনশিক্ষা মন্ত্রী ভি সিভানকুট্টিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, যাতে সরকারের সঙ্গে আলোচনা করে যাবতীয় সিদ্ধান্ত নেন তিনি। অন্যদিকে কেরলের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার যদি বিষয়গুলি পড়ানোর অনুমতি না দেন তবে তবে কেরল সরকার নিজেই স্বাধীন ভাবে বিষয়গুলি পড়ুয়াদের পড়াবে।

আরও পড়ুনঃ বদলে গেল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ধরণ

প্রসঙ্গত, মুঘল সাম্রাজ্য থেকে মৌলানা আবুল কালাম, জম্মু কাশ্মীরের অন্তর্ভুক্তির চুক্তি থেকে ডারউইনের বিবর্তনবাদ NCERT এর সিলেবাস থেকে বাদ পড়ছে একের পর এক গুরুত্বপূর্ণ অংশ। যা নিয়ে বিভিন্ন স্তরে প্রতিবাদ কর্মসূচি যেমন চলছে তেমনই সরব হয়েছে শিক্ষা মহল। কেরল সরকারের তরফে বক্তব্য, এনসিইআরটি বাদ দিলেও কেরল সরকার মনে করেছে মুঘল ইতিহাস কিংবা গুজরাটের দাঙ্গার বিষয়গুলি পড়ানো দরকার। তবে কিভাবে পড়ানো হবে সে বিষয়ে ভাবনাচিন্তা চলছে। সংবাদ মাধ্যমের সামনে শিক্ষা মন্ত্রীর বক্তব্য, ‘কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে রাজ্য সরকার নিজেই বইগুলি ছাপাবে।’

NCERT

Related Articles