রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। খড়্গপুর IIT’র অ্যাগ্রো বিজনেস ইনকিউবেশন ফাউন্ডেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সম্প্রতি। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার চাকরিপ্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের প্রতিবেদনে।
Employment No.— R/2024/02
পদের নাম— TBI Manager
মোট শূন্যপদ— ১ টি।
শিক্ষাগত যোগ্যতা— এই পদে আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে MBA, M.Tech অথবা M.Sc ডিগ্রী থাকার পাশাপাশি অ্যাগ্রো ইন্ডাস্ট্রির যেকোনো বিভাগে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন— প্রার্থীকে মাসিক ৬০,০০০/- টাকা বেতন দেওয়া হবে।
বয়সসীমা— আবেদন জানানোর জন্য প্রার্থীর বয়স সর্বাধিক ৩৫ বছরের মধ্যে হতে হবে।
চাকরির খবরঃ অষ্টম শ্রেণী পাশে চাকরির দারুণ সুযোগ
আবেদন পদ্ধতি— আবেদন করতে হবে অফলাইনে। এরজন্য নীচে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদনপত্রটি প্রিন্ট করে যথাযথ তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে নিতে। সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করতে হবে। এরপর আবেদনপত্রে প্রার্থীর ছবি যুক্ত করে নিজের সাক্ষর করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি স্পীডপোস্টের মারফৎ অথবা নিজে সরাসরি সংস্থার নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা— Chief Executive Officer, ABIF IIT Kharagpur, IIT Kharagpur Campus, Kharagpur, Paschim Medinipur, West Bengal-721302
আবেদনের শেষ তারিখ— ২৬ এপ্রিল, ২০২৪।
চাকরির খবরঃ এপ্রিল মাসে যেসব চাকরির আবেদন চলছে
Official Notification: Download Now
Official Website: Click Here