রাজ্যের কলকাতা পৌরসভায় কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ও স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
Employment No.– H/07/KMC/2022-23
পদের নাম- Community Health Assistant
মোট শূন্যপদ- ৩০ টি। (UR- 13, UR ESM-1, UR PWD-1, SC- 6, SC ESM-1, ST-2, OBC A-3, OBC B- 3)
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ANM/ GNM Nursing Course করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন– প্রতিমাসে বেতন ১৩,০০০/- টাকা।
বয়স– প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ এয়ারপোর্টে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
Employment No.- H/ 06/KMC/2022-23
পদের নাম- স্টাফ নার্স
মোট শূন্যপদ- ১৭ টি। (UR-8, UR PWD-1, SC-4, ST-1, OBC A-2, OBC B-1)
শিক্ষাগত যোগ্যতা- পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে GNM/ B.Sc Nursing Course করা থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা।
বয়স- প্রার্থীর বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়স হিসাব করতে হবে ১ জানুয়ারি, ২০২৩ তারিখ অনুযায়ী।
চাকরির খবরঃ রাজ্যে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে আলাদা আলাদা অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে। পরে পূরণ করা আবেদনপত্র, বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Chief Municipal Health Officer, Kolkata Municipal Corporation CMO Bldg, 5, S.N. Banarjee Road, Kolkata-700013
আবেদনের শেষ তারিখ- ৮ এপ্রিল, ২০২৩
Official Notification: Link 1 / Link 2
Official Website: Click Here