সম্প্রতি ভারতীয় বিমানবন্দর (Airport Authority of India) একটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে যেখানে জানা যাচ্ছে যে কলকাতা এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। আবেদনকারী প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এই পদে আবেদনের জন্য শূন্যপদের তালিকা থেকে শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের শেষ তারিখ ইত্যাদি যাবতীয় খুঁটিনাটি জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত মন দিয়ে পড়ুন। যেখানে মোট শূন্যপদের সংখ্যা হলো ৩৫ টি।
Kolkata Airport Apprentice Recruitment
পদের নাম- গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং (সিভিল)।
শূন্যপদ- ৬ টি।
শিক্ষাগত যোগ্যতা- চার বছরের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে।
ট্রেনিংয়ের সময় কাল- ১ বছর।
মাসিক স্টাইপেন্ড- ১৫০০০ টাকা।
কাজের স্থান- কলকাতায় এয়ারপোর্ট।
পদের নাম- ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইঞ্জিনিয়ারিং (সিভিল)।
শূন্যপদ- ৮ টি।
শিক্ষাগত যোগ্যতা- ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা ডিগ্রী থাকতে হবে।
ট্রেনিংয়ের সময় কাল- ১ বছর।
মাসিক স্টাইপেন্ড- ১২০০০ টাকা।
কাজের স্থান- কলকাতায় এয়ারপোর্ট।
চাকরির খবরঃ গুরুত্বপূর্ণ দুটি পদে নিয়োগের জন্য শর্ট নোটিশ জারি করল পাবলিক সার্ভিস কমিশন
পদের নাম- ট্রেড অ্যাপ্রেন্টিস ( ITI ) ইঞ্জিনিয়ারিং সিভিল
শূন্যপদ- ২ টি।
শিক্ষাগত যোগ্যতা- ট্রেড / স্পেশালাইজেশন / ডিসিপ্লিন ইত্যাদি বিষয়ের ওপর ITI সার্টিফিকেট থাকতে হবে।
ট্রেনিংয়ের সময়কাল- ১ বছর।
মাসিক স্টাইপেন্ড- ৯০০০ টাকা।
কাজের স্থান- কলকাতায় এয়ারপোর্ট।
উপরিউক্ত তিনটি পদ ছাড়াও আরও ৬টি অ্যাপ্রেন্টিস পদের জন্য মোট ১৯ টি শূন্য পদ আছে। অর্থাৎ ৯ টি পদের জন্য মোট শূন্য পদ হল (৬+৮+২+১৯)= ৩৫ টি।
আরও পড়ুনঃ একগুচ্ছ পরীক্ষার সম্ভাব্য তারিখ প্রকাশ করল এসএসসি
বয়সসীমা- ৩১/১২/২০২৪ তারিখ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়স ১৮ থেকে ২৬ এর মধ্যে হতে হবে।
আবেদন পদ্ধতি- এই পদে আবেদন করার জন্য graduate/diploma apprentices প্রার্থীরা https://nats.education.gov.in -এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আর ITI Trade প্রার্থীরা www.apprenticeshipindia.org -এই ওয়েব সাইটে গিয়ে আবেদন করবেন। আবেদনকারী প্রার্থীদের ডিগ্রি ডিপ্লোমা অথবা আইটিআই পাশ ২০২২ এর মধ্যে অথবা ২০২২ এর পরে হতে হবে।
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের নম্বরের উপর ভিত্তি করে তাদের ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউয়ের ফলাফলের উপর নির্ভর করে নিয়োগ হবে।
আবেদনের শেষ তারিখ হল- অনলাইনে আবেদন চলবে আগামী ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত।
Official Notification: Download Now
Apply Now: Click Here
প্রতিদিনের চাকরির আপডেট এখন নিজের হোয়াটসঅ্যাপে 👇👇