রাজ্যের আর্মি পাবলিক স্কুলে টিচিং ও নন টিচিং স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
Employment No-
পদের নাম- TGT Hindi
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে Graduation পাশ সহ B.Ed করা থাকতে হবে। এছাড়াও CTET/ TET পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
পদের নাম- TGT Counselor
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Psychology -তে Graduation সহ Counselling -এ Diploma করে থাকতে হবে। এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ কৃষি বিজ্ঞান কেন্দ্রে মাধ্যমিক পাশে নিয়োগ
[quads id=10]
পদের নাম- PRT All Subject’s
মোট শূন্যপদ- ৪ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫০ শতাংশ নম্বর নিয়ে Graduation পাশ সহ B.Ed/ D.EI.Ed করা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার কাজের অভিজ্ঞতা ও CTET/ TET পাশ করে থাকলে আবেদন করতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যে কলকাতা পৌরসভায় বিরাট নিয়োগ
পদের নাম- Receptionist
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা– যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Graduation সহ কম্পিউটার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও ইংরেজিতে কথা বলতে জানতে হবে।
[quads id=10]
পদের নাম- Computer Lab Technician
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ কম্পিউটার সাইন্সে ডিপ্লোমা করা থাকতে হবে। এবং Hardware, Peripheral, Networking কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির খবরঃ কলকাতা মেট্রোরেলে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রাথমিক আবেদনপত্র লিখে বায়োডাটা, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্র জমা করতে হবে।
[quads id=10]
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Army Public School Kolkata, Ballygunge Maidan Camp, Ballygunge Circular Road, Kolkata – 700019
আবেদনের শেষ তারিখ– ২৫ ফেব্রুয়ারি, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Click Here








