পশ্চিমবঙ্গ রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য দারুণ সুখবর! এই রাজ্যের কলকাতা চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে কর্মী নিয়োগ হতে চলেছে। নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে কেন্দ্রীয় সরকারের ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL)। এখানে কোনরকম লিখিত পরীক্ষার ছাড়াই সরাসরি কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার সুযোগ রয়েছে। Exam Bangla আপনাদের কাছে সবসময় সঠিক এবং গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি গুলি পৌঁছে দিয়েছে। তাই আজকের প্রতিবেদন থেকেও এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশদে জেনে নিন।
নিয়োগ কারী সংস্থা- ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্স ইন্ডিয়া লিমিটেড (BECIL)
পদের নাম-
- সোশ্যাল ওয়ার্কার
- PICU টেকনিশিয়ান
- নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ
- জুনিয়র হিন্দি টাইপিস্ট
শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য তথ্য:
১) সোশ্যাল ওয়ার্কার
শিক্ষাগত যোগ্যতা- BSW অথবা MSW ডিগ্রি থাকলে এই পদের জন্য আবেদন জানানো যাবে।
পূর্ব অভিজ্ঞতা- BSW ডিগ্রি প্রাপ্ত চাকরিপ্রার্থীদের জন্য মোট ৪ বছরের এবং MSW ডিগ্রী প্রাপ্ত চাকরিপ্রার্থীদের জন্য মোট ২ বছরের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে।
মাসিক বেতন- ২৪,০০০/- টাকা।
২) PICU টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক পাস এবং থিয়েটার টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন কিংবা ডিপ্লোমা ডিগ্রী থাকলে তবেই এই পদে আবেদন জানাতে পারবেন।
পূর্ব অভিজ্ঞতা- এই পদে বা এর সমতুল্য পদে কাজ করার অন্ততপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- ২৫,০০০/- টাকা।
আরও পড়ুনঃ সরকারি স্কুলের হোস্টেলে গ্রুপ- ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন
৩) নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ
শিক্ষাগত যোগ্যতা- নেটওয়ার্ক মনিটরিং বিষয়ে স্নাতক ডিগ্রী থাকলেই এখানে আবেদন জানানো যাবে।
পূর্ব অভিজ্ঞতা- চাকরিপ্রার্থীদের অন্ততপক্ষে সাত বছরের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
মাসিক বেতন- ৩০,০০০/- টাকা।
৪) জুনিয়র হিন্দি টাইপিস্ট
শিক্ষাগত যোগ্যতা- ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস হলেই এই পদে আবেদন জানাতে পারবেন।
অন্যান্য দক্ষতা- প্রতিটি চাকরি প্রার্থীকে হিন্দি ভাষায় প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স সীমা- সর্বোচ্চ ৩০ বছর।
মাসিক বেতন- ২০,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি:
এই পদে কর্মী হিসেবে নিযুক্ত হওয়ার জন্য কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না। আগ্রহী চাকরিপ্রার্থীদের সরাসরি ১৬/০৪/২০২৫ তারিখে কলকাতায় অবস্থিত চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের ঠিকানায় পৌঁছে যেতে হবে। ঐদিন চাকরিপ্রার্থীদের জন্য ওয়াক ইন ইন্টারভিউ এর আয়োজন করা হবে। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা কোনভাবেই প্রয়োজনীয় নথিপত্র এবং আধার কার্ড সঙ্গে নিতে ভুলবেন না।
আবেদন পদ্ধতি:
চাকরিপ্রার্থীরা নিচে দেওয়া লিঙ্ক থেকে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন এবং তার সাথে সংযুক্ত আবেদন পত্রটি প্রিন্ট করে নিন। এই আবেদন পত্রটি যথাযথ তথ্যের সাথে পূরণ করে ইন্টারভিউয়ের দিন উপরে উল্লেখিত ঠিকানায় নিয়ে যেতে হবে। তবে আগে চাকরি প্রার্থীদের “Broadcast Engineering Consultants India Ltd, Noida” -এই নামে একটি ডিমান্ড ড্রাফট চালান অফলাইন মাধ্যমে কাটিয়ে নিতে হবে।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
আবেদন ফী:
- General/OBC: ২৯৫/- টাকা
- SC/ ST/ PwD: NIL
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.