চাকরির খবর

গ্রূপ-ডি নিয়োগে ‘দুর্নীতি’, ৫৭৩ জনের চাকরি বাতিল করলো কলকাতা হাইকোর্ট

Advertisement

স্কুল সার্ভিস কমিশনে গ্রুপ- ডি (WBSSC Group- D) নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে অনেক আগেই। শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগে ৫৭৩ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। পাশাপাশি অবিলম্বে বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছে আদালত।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি ভুয়ো নিয়োগ হওয়া কর্মীদের বেতন বাবদ এতদিন যে টাকা খরচ হয়েছে, তা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই বেতন উদ্ধারের জন্য জেলা স্কুল পর্যবেক্ষকদের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গ্রুপ- ডি নিয়োগ দুর্নীতি নিয়ে অবসরপ্রাপ্ত বিচারপতি আর.কে. বাগের নেতৃত্বাধীন কমিটিকে আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করতেও নির্দেশ দিয়েছে আদালত।

২০১৬ সালে গ্রুপ-ডি পদে ১৩ হাজার কর্মী নিয়োগ করা হয়। যার মেয়াদ শেষ হয় ২০১৯ সালের মধ্যে। কিন্তু তারপরেও একাধিক নিয়োগ করা হয়েছে, এই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল। মামলা খারিজের অভিযোগ ছিল দুর্নীতি করে মোট ২৫ জনকে গ্রুপ- ডি চাকরি দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীকালে আরও ৫০০ জনেরও বেশি প্রার্থীদের দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে। এদিন কলকাতা হাইকোর্টের তরফে দুর্নীতি করে নিয়োগ হওয়া মোট ৫৭৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুনঃ
ফেব্রুয়ারি মাসের সমস্ত চাকরির খবর
রাজ্য সরকারি অফিসে গ্রূপ-ডি কর্মী নিয়োগ
মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ

Related Articles