রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গের মধ্যেই কেন্দ্রীয় সরকারের চাকরি করার সুযোগ। ভারত সরকারের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে বিভিন্ন গ্রূপ-সি পদে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকেই প্রার্থীর আবেদন করতে পারবেন। উচ্চ মাধ্যমিক/ অষ্টম শ্রেণী পাশ সহ বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবেন। INDIAN STATISTICAL INSTITUTE, (Kolkata) Recruitment 2021.
পদের নাম- ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ- মোট ০২ টি। (UR- ০১, SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সঙ্গে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ৪৪,৯০০ – ১,৪২,৪০০ টাকা।
পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ( সিভিল)
শূন্যপদ- মোট ০৩ টি। (UR- ০২,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ অথবা 3 বছরের ডিপ্লোমা এবং এক বছরের কাজ করার অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
পদের নাম- ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ( ইলেকট্রিক্যাল)
শূন্যপদ- মোট ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাশ অথবা তিন বছরের ডিপ্লোমা এবং এক বছরের কাজ করার অভিজ্ঞতা। সুপারভাইজার লাইসেন্স (ইলেকট্রিক্যাল) সঙ্গে থাকতে হবে।
বেতন- প্রতি মাসে ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা।
স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন পদ্ধতি- ক্লিক করুন
পদের নাম- ইলেকট্রিশিয়ান A
শূন্যপদ- মোট ১৪ টি। (UR- ০৯,SC- ০২,OBC- ০২,EWS- ০১)
শিক্ষাগত যোগ্যতা- ITI পাস।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- অপারেটর কাম মেকানিক (লিফট)
শূন্যপদ- মোট ০৮ টি। (UR- ০৬,SC- ০১,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- সপ্তম পাস সঙ্গে ITI পাস।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- ড্রাইভার
শূন্যপদ- ০১ টি। ( UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- স্কুল পাস সঙ্গে গাড়ি চালানোর অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- কুক
শূন্য পদ- ০১ টি। (EWS- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস অথবা যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে কুকারিতে ডিপ্লোমা।
বেতন- প্রতি মাসে ১৯,৯০০ – ৬৩,২০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (লাইব্রেরি)
শূন্যপদ- মোট ০৬ টি। (UR- ০৫,SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক পাস সঙ্গে যেকোন শিক্ষা প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী সাইন্সে পাশের সার্টিফিকেট এবং কম্পিউটার অপারেশন, ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
কলেজে গ্রূপ-সি কর্মী নিয়োগ- ক্লিক করুন
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ল্যাবরেটরি)
শূন্যপদ- মোট ০৪ টি। (UR- ০৩,OBC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল এ পাস সঙ্গে এক বছরের কাজ করার অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (রিপ্রো ফটো)
শূন্যপদ- মোট ০২টি। (UR- ০১,SC- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশ অথবা ভোকেশনাল এ পাস সঙ্গে এক বছরের কাজ করার অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট (ফার্ম)
শূন্যপদ- ০১ টি। (UR- ০১)
শিক্ষাগত যোগ্যতা- বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা ভোকেশনালে পাস সঙ্গে এক বছরের কাজ করার অভিজ্ঞতা অথবা ট্রেনিং এর অভিজ্ঞতা। কম্পিউটার অপারেশন এবং ডাটা এন্ট্রি কাজের অভিজ্ঞতা অবশ্যই থাকা প্রয়োজন।
বেতন- প্রতি মাসে ২১,৭০০ – ৬৯,১০০ টাকা।
WBSSC গ্রূপ- সি সিলেবাস ডাউনলোড- ক্লিক করুন
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স ৩৫ বছরের নিচে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (কলকাতা) -এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অফিশিয়াল ওয়েবসাইটটি হলো www.isical.ac.in , অনলাইনে আবেদন করা যাবে আগামী ২৪/০৭/২০২১ তারিখ পর্যন্ত।