ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট (ISI) হল ভারত সরকারের পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় -এর অধীনস্থ একটি সংস্থা। রাজ্য ভিত্তিক প্রায় বড় শহরেই এই সংস্থার অফিস আছে। মূলত গ্রামীণ স্তরের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের ভিত্তিতে বিভিন্ন সরকারী প্রকল্পের বাস্তবায়ন করাই হল এই সংস্থার মূল লক্ষ। সম্প্রতি ISI Kolkata দপ্তরের পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তারিত তথ্য উল্লেখ করা হল আজকের এই প্রতিবেদনে।
Employment No.- PU/507/ADV/349
পদের নাম- Project Linked Person (Linguistics)
মোট শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- Linguistics/ Applied Linguistics অথবা Allied Disciplines with Sound Knowledge in Bengali Lexicon, Part-of-Speech, Semantics, WordNet and Lexicography ইত্যাদি বিষয়ে ভারতের যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপক চাকরিপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন। প্রার্থীদের MS Office প্যাকেজে কাজের দক্ষতা থাকা আবশ্যক।
মাসিক বেতন- ২৫,০০০/- টাকা থেকে ৩০,০০০/- টাকা।
বয়সসীমা- ১ জুলাই ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
চাকরির খবরঃ রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- অনলাইনে সম্পূর্ণ আবেদনটি করতে হবে চাকরিপ্রার্থীদের। সংস্থার নির্দিষ্ট ইমেইল আইডিতে বিজ্ঞপ্তির নম্বর সহ মেইল করতে হবে আবেদনকারীদের। ইমেইলে অবশ্যই নিজের নাম, ঠিকানা, ইমেইল আইডি, মোবাইল নাম্বার, বাবার নাম, জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা, নাগরিক পরিচয়পত্র ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ তথ্যগুলি উল্লেখ করতে হবে। picsdisi@gmail.com ইমেইল আইডিতে ইমেইল করতে হবে চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে দেখে নিন
নিয়োগ পদ্ধতি- প্রার্থীদের নির্বাচন হবে সাক্ষাৎকারের মাধ্যমে। পরীক্ষার/সাক্ষাৎকারের সঠিক তারিখ, সময় এবং স্থান যথাসময়ে যোগ্য প্রার্থীদের জানানো হবে এবং সেইসাথে এই ধরনের তথ্য ভারতীয় পরিসংখ্যান ইনস্টিটিউট (আইএসআই) কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটেও পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ- ৩১ জুলাই, ২০২৩।
চাকরির খবরঃ রাজ্য শিশু সুরক্ষা দপ্তরে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here