এক নজরে
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর! কলকাতার অস্ত্র কারখানায় সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ বা ট্রেনিংয়ের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এবং ট্রেনিং চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তবে নির্দিষ্ট কয়েকটি জেলার ক্ষেত্রে আবেদনকারীরা বাড়তি সুযোগ পাবেন। যদি আপনারা আবেদনে আগ্রহী হয়ে থাকেন এই পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন, তারপরেই আবেদন করুন। Kolkata Rifle Factory Recruitment 2021.
Kolkata Rifle Factory Recruitment 2021
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার ইশাপুর রাইফেল ফ্যাক্টরিতে এই প্রশিক্ষণ দেওয়া হবে। বিজ্ঞপ্তি নং . FTI/ RFI/ NATS/ 20-21 dated 15-03-2021. শূন্য পদের সংখ্যা 53 টি।
আবেদনকারী যদি North 24 Parganas, Nadia, Kolkata বা Hooghly জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার পাবেন। তবে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ মহিলা উভয়ই আবেদন করতে পারবেন।
Vacancy
- B.E./ B.Tech (Mechanical Engineering)- 15 (UR- 9, OBC- 3, SC- 3, ST- 0)
- B.E./ B.Tech (Electrical Engineering)- 7 (UR- 5, OBC- 1, SC- 1, ST- 0)
- B.E./ B.Tech (Electronics Instrumentation/ Computer)- 5 (UR- 4, OBC- 1, SC- 0, ST- 0)
- Diploma (Mechanical Engineering)- 14 (UR- 9, OBC- 3, SC- 2, ST- 0)
- Diploma (Electrical Engineering)- 7 (UR- 5, OBC- 1, SC- 1, ST- 0)
- Diploma (Electronics Instrumentation/ Computer)- 5 (UR- 4, OBC- 1, SC- 0, ST- 0)
-
Qualification
1. B.E./ B.Tech (Mechanical Engineering): Mechanical/ Industrial/ Production Engineering বিষয়ে চার বছরের ব্যাচেলার ডিগ্রি পাশ।
2. B.E./ B.Tech (Electrical Engineering): ইলেকট্রিক্যাল/ ইলেকট্রনিক্স এন্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রী পাশ।
3. B.E./ B.Tech (Electronics Instrumentation/ Computer): Instrumentation/ Electronics/ Electrical & Electronics/ Electronics & Communication/ Telecommunication/ Computer Science/ I.T. Engg. ইঞ্জিনিয়ারিং বিষয়ে চার বছরের ব্যাচেলর ডিগ্রী পাশ।
4. Diploma (Mechanical Engineering): Mechanical/ Industrial/ Automobile / Production Engineering বিষয়ে ডিপ্লোমা কোর্স পাশ।
5. Diploma (Electrical Engineering): Electrical/ Electronics & Power Engineering বিষয়ে ইঞ্জিনিয়ারিং (ডিপ্লোমা) পাশ।
6. Diploma (Electronics Instrumentation/ Computer): Instrumentation / Electronics/ Electrical & Electronics/ Electronics & Communication/ Telecommunication/ Computer ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ।
Stipend
প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড দেওয়া হবে। গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রতিমাসে স্টাইপেন্ডের পরিমাণ 9000/- টাকা। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রতিমাসের স্টাইপেন্ডের পরিমাণ 8000/- টাকা।
Application Process
আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। তবে অনলাইনে আবেদন করার আগে অনলাইনে NATS রেজিস্ট্রেশন করতে হবে। www.mhrdnats.gov.in ওয়েবসাইটে গিয়ে NATS রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন করার জন্য আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি থাকতে হবে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে সমস্ত নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় জমা দিতে হবে। আবেদনপত্র পৌঁছানো শেষ তারিখ 30 এপ্রিল, 2021। আবেদনপত্র পাঠানোর ঠিকানা- DIVISIONAL OFFICER, FACTORY TRAINING INSTITUTE RIFLE FACTORY, ISHAPORE, KOLKATA.
Required documents
আবেদনপত্রের সঙ্গে যেসব নথিপত্রের জেরক্স কপি সংযুক্ত করতে হবে সেগুলি নিচে দেওয়া হল-
- Self attested copies of certificate in proof of qualification (As per the qualification specified in instruction sheet)
- Self attested of Proof of date of birth.
- Self attested copy of Adhaar Card
- Proof of Adhaar Linked Bank Account in his own name.
- Attested copy of cast certificate in the format required for Central Govt. Employment as enclosed (in case of SC/ST/OBC)
- OBC-NCL (Non-creamy Layer) certificate issued by Tehsildar as per format indicated in the Annexure in the press notification.
- Two self attested passport size photograph.
Download Application form- Click here