এক নজরে
Kolkata Job Fair 2021
রাজ্যজুড়ে বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর! করোনার প্রাক্কালে যখন দেশজুড়ে বহু কোম্পানি বন্ধ হতে বসেছে, বহু কর্মীরা চাকরি হারাচ্ছেন, সেই সময় কলকাতায় আয়োজিত হতে চলেছে জব ফেয়ার। সহজ কথায় যাকে বলা যেতে পারে চাকরির মেলা। যে মেলাতে চাকরি প্রার্থীরা নিজেদের যোগ্যতাবলে চাকরির সুযোগ পাবেন। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের (WBMDFC) উদ্যোগে আয়োজিত হবে কলকাতা মেগা জব ফেয়ার।
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সমস্ত চাকরির খবর সবার প্রথমে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন- Click here
কলকাতা জব ফেয়ার
কলকাতার পার্ক সার্কাস ময়দানে 1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে 2021 সালের মিলন উৎসব। এই মিলন উৎসবের পাঁচ দিনের মধ্যে যেকোন একদিন Job Fair অনুষ্ঠিত হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রী সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় থাকবে চাকরির সুযোগ। অভিজ্ঞতা সম্পন্ন কিংবা অভিজ্ঞতা ছাড়া উভয় প্রার্থীদের ক্ষেত্রেই আবেদন করা যাবে।
কলকাতা জব ফেয়ার আবেদন পদ্ধতি
জব ফেয়ারে অংশগ্রহণ করার জন্য অনলাইনে আবেদন করতে হবে। www.wbmdfc.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে 18 জানুয়ারি থেকে। এই জব ফেয়ারে বিভিন্ন নামিদামি কোম্পানি এবং কর্পোরেট সেক্টরের আধিকারিকেরা উপস্থিত থাকবেন। নিজের যোগ্যতা এবং ইন্টারভিউতে উত্তীর্ণ হয়ে চাকরিতে নিযুক্ত হওয়া যাবে।
1 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারির মধ্যে ঠিক কোন দিন Kolkata Job Fair অনুষ্ঠিত হবে তা পরে জানানো হবে বলে জানিয়েছে ওয়েস্ট বেঙ্গল মাইনরিটি ডেভেলপমেন্ট এন্ড ফাইন্যান্স কর্পোরেশন। বিস্তারিত তথ্য জানতে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 1800-120-2130 (টোল ফ্রি)।