কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (KMRCL) সম্প্রতি কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সদ্য প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও মাসিক বেতন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হলো আজকের এই প্রতিবেদনে।
Employment No. – KMRCL/GM/Admin/Vacancy-Notice- APO/Asstt.Manager/2023
পদের নাম – ASSTT. PERSONNEL OFFICER
মোট শূন্যপদ – ১ টি।
শিক্ষাগত যোগ্যতা – HR WINGS/ WORKING IN RLY BD/ RAILWAYS/ METRO PROJECTS/ PSU OF RLY ORGANISATION এ কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
মাসিক বেতন – ৫৩,১০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা।
বয়সসীমা – এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ব্যাঙ্কে একাধিক শূন্যপদে চাকরির সুযোগ
আবেদন পদ্ধতি – ইচ্ছুক প্রার্থীদের সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে উক্ত পদগুলিতে আবেদন করতে হবে। অফলাইনে আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের পূরণ করা আবেদনপত্র সহ শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র একটি মুখ বন্ধ খামে ভরে সংস্থার নির্দিষ্ট দপ্তরে জমা দিতে হবে।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – Managing Director, Kolkata Metro Rail Corporation Limited, KMRCL Bhavan, HRBC Office Compound, Munshi Premchand Sarani, Kolkata – 700021
আবেদনের শেষ তারিখ – ৩ জুন, ২০২৩।
Official Notification: Download Now
Official Website: Click Here