কলকাতার রেলওয়ে মেট্রোতে যারা অ্যাপ্রেন্টিসের কাজ করতে ইচ্ছুক, তাদের জন্য সুখবর। কলকাতা রেলওয়ে মেট্রো ইতিমধ্যেই নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছে। অনলাইন আবেদনের সময় থেকে শুরু করে নিয়োগ পদ্ধতি এবং শূন্য পদ সম্পর্কে জানতে প্রতিবেদনটির শেষ পর্যন্ত পড়ুন।
পদের নাম- অ্যাপ্রেন্টিস।
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা
১) ফিল্টার- জেনারেলদের জন্য ৪২ টি, এস সির জন্য ১২টি, এস টির জন্য ৬টি, ওবিসির জন্য ২২ টি। এক্স সার্ভিস ম্যানের জন্য ৬টি ও পিডব্লিউবিডির জন্য ৩টি।
২) ইলেকট্রিশিয়ান- জেনারেলদের ১৪ টি, এসসির ৪টি, এস টির ২টি, ওবিসির ৮টি। পিডব্লিউবিডির জন্য ১টি।
চাকরির খবরঃ মাসিক ১৫০০০ টাকা স্টাইপেন্ডে কলকাতা এয়ারপোর্টে অ্যাপ্রেন্টিস নিয়োগ
৩) মেশিনিস্ট- জেনারেলদের ৫টি, এসসির ১টি, এসটির ১টি, ওবিসিদের জন্য ২টি ।
৪) ওয়েলডার- জেনারেলের ৫টি, এসসির ১টি, এসটির ১টি, ওবিসির ২টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ ও তার সঙ্গে উপরে উল্লেখিত ক্ষেত্রে আইটিআই পাশ করতে হবে।
বয়স- প্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। এছাড়া ওবিসি এবং এসসি, এসটিররা সরকার নির্ধারিত বয়সের ছাড় পাবে।
নিয়োগ পদ্ধতি- এইক্ষেত্রে কোনওরকম লিখিত পরীক্ষা হবে না। মাধ্যমিকের নম্বর এবং আইটিআইয়ের নম্বর যুক্ত করে একটি গড় নম্বর বের করা হবে ওই গড় নম্বর অনুযায়ী একটি লিস্ট তৈরি করা হবে, সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই এই ট্রেনিংটি করবার সুযোগ পাবে।
আরও পড়ুনঃ এই মুহূর্তের ১০ টি চাকরির খবর দেখে নিন, তারপরে আবেদন করবেন
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে https://mtp.indianrailways.gov.in -ওয়েবসাইটে।তবে আবেদন করবার আগে প্রত্যেকটি পার থেকে www.apprenticeshipindia.org এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম রেজিস্টার করতে হবে।
আবেদন ফি- অনলাইনে আবেদন করার জন্য ১০০ টাকা লাগবে, তবে এসসি,এসটি এবং পিডব্লিউবিডি ও মেয়েদের কোন টাকা লাগবে না।
আবেদনের সময়সীমা- ২৩শে ডিসেম্বর ২০২৪ থেকে ২২শে জানুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
চাকরির খবরঃ ঝাড়গ্রাম জেলা দপ্তরে গ্ৰুপ- সি কর্মী নিয়োগ
প্রয়োজনীয় নথি- এক্ষেত্রে আবেদনের জন্য স্ক্যানড ফটোগ্রাফ ও সিগনেচার , মাধ্যমিকের রেজাল্ট, আই টি আই সার্টিফিকেট, এস সি, এস টি, ওবিসির সার্টিফিকেট (যদি থাকে) ও পিডব্লিউবিডির( যদি থাকে) সার্টিফিকেট জমা দিতে হবে।
উল্লেখ্য, এক বছরের জন্য এই ট্রেনিং টা করলে প্রতি মাসে একটা ভাতা পাওয়া যাবে, তাছাড়া ট্রেনিং ছেড়ে পাওয়া এই সার্টিফিকেটটি সকলের জন্য খুব উপকারের হবে।
Official Notification: Download Now
এবার থেকে যে কোনো চাকরির আপডেট সবার প্রথমে নিজের মোবাইলে 👇👇