পশ্চিমবঙ্গের মহিলা চাকরি প্রার্থীদের জন্য দারুন খবর। রাজ্যের পৌরসভায় স্টাফ নার্স পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত জানতে নিচে রইলো আজকের এই প্রতিবেদন।
পদের নাম- স্টাফ নার্স।
মোট শূন্যপদ- ১৮৬ টি। (UR-110 টি, ST-10 টি, SC-37 টি, OBC A-17 টি, OBC B-12 টি)
শিক্ষাগত যোগ্যতা- ভারতীয় নার্সিং কাউন্সিল/ পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিএনএম (GNM) কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। অথবা বিএসসি নার্সিং কোর্স পাস করা থাকলেও আবেদন করতে পারবেন। এছাড়াও প্রার্থীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
বয়স- ১ জানুয়ারি ২০২২, তারিখে প্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
বেতন- প্রতিমাসে বেতন ২৫,০০০/- টাকা।
চাকরির খবরঃ মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ
আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইন বা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোষ্টের মাধ্যমে পাঠাতে হবে। এছাড়াও যারা ড্রপবক্সে আবেদনপত্র পাঠাতে পারবে না তাঁরা আবেদনপত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে পিডিএফ ফরমেটে application.kol.nuhm@gmail.com ইমেইলের মাধ্যমে আবেদন করতে পারেন।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা- Chief Municipal Health Officer/Secretary, Kolkata city NUHM society, Kolkata municipal corporation CMO Bldg, 5,S.N Banarjee Road, Kolkata-700013.
আবেদন শুরু ও শেষ- ১৯ সেপ্টেম্বর ২০২২, থেকে ২৬ সেপ্টেম্বর ২০২২, পর্যন্ত।
নিয়োগ পদ্ধতি– প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার নাম্বারের শতাংশ ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস-
১) বয়সের প্রমাণপত্র। (আধার কার্ড/ভোটার কার্ড/পেন কার্ড)
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৩) নার্সিং পাশ সার্টিফিকেট।
৪) কাস্ট সার্টিফিকেট।
৫) পাসপোর্ট সাইজের ছবি।
চাকরির খবরঃ ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনে কর্মী নিয়োগ
Official Notification: Download Now
Official Website: Click Here
Daily Job Update: Click Here