কলকাতা জাদুঘরে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে National Council of Science Museums, Kolkata -এর তরফ থেকে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। National Council of Science Museums Recruitment 2021. বিজ্ঞপ্তি নং 03/2021.
পদের নাম- অফিস অ্যাসিস্ট্যান্ট (Gr.- III)
মোট শূন্যপদ- ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল। ইংরেজিতে প্রতি মিনিটে মিনিটে ৩৫ টি শব্দ লেখার দক্ষতা থাকতে হবে।
বেতন- মূল বেতন ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- সঙ্গে গ্রেড পে ও অন্যান্য ভাতা। শুরুতেই প্রতি মাসে ৩০,২৬৩/- টাকা।
চাকরির খবর:
জেলা দপ্তরে ক্লার্ক ও গ্রূপ-ডি কর্মী নিয়োগ
কোলফিল্ডে চাকরির সুযোগ
১০ হাজার শূন্যপদে গ্রামীণ ব্যাংকে কর্মী নিয়োগ
পদের নাম- জুনিয়র স্টেনোগ্রাফার।
মোট শূন্যপদ- ১ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক পাশ। সঙ্গে প্রতি মিনিটে শর্টহ্যান্ড টাইপিং স্পিড হতে হবে ৮০ টি শব্দ।
বেতন- মূল বেতন ২৫,৫০০/- থেকে ৮১,১০০/- টাকা সঙ্গে অন্যান্য ভাতা। শুরুতে মাসিক বেতন হবে ৪০,১৬৭/- টাকা।
পদের নাম- টেকনিশিয়ান A (কার্পেন্টার/ শীট মেটাল)
মোট শূন্যপদ- ৩ টি (UR)।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশের সার্টিফিকেট থাকতে হবে। আইটিআই প্রশিক্ষণ শেষ হওয়ার পরে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
বেতন- মূল বেতন ১৯,৯০০/- থেকে ৬৩,২০০/- সঙ্গে গ্রেড পে ও অন্যান্য ভাতা। শুরুতেই প্রতি মাসে ৩০,২৬৩/- টাকা।
বয়স- অফিস অ্যাসিস্ট্যান্ট Gr.- III, জুনিয়ার স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ২৫ বছরের মধ্যে। টেকনিশিয়ান A (কার্পেন্টার/ শীট মেটাল) পদের ক্ষেত্রে বয়স হতে হবে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে। উভয় ক্ষেত্রে বয়স হিসাব করবেন ৯ জুলাই, ২০২১ তারিখের হিসাবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করা যাবে www.ncsm.gov.in/recruitment ওয়েবসাইটে।
আবেদন ফি- আবেদন ফী বাবদ জমা দিতে হবে ২০০/- টাকা। তাপশীলি জাতি, তপশীলি উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনোরূপ আবেদন ফী জমা দিতে হবে না। আবেদন ফী জমা দিতে পারবেন Debit Card/ Credit Card/ Net Banking ইত্যাদি মাধ্যমে। অনলাইনে আবেদন ফী জমা দেওয়া যাবে আগামী ১১ জুলাই, ২০২১ তারিখ পর্যন্ত।
Important Date
Application Start Date- 15.06.2021
Last Date- 09.07.2021
Official Notification- Click here