চাকরির খবর

Kolkata Police Recruitment: কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত, জানুন ডাউনলোড পদ্ধতি

Advertisement

পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)-এর তরফে প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড। যে সকল পরীক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছেন, তাঁরা বোর্ডের ওয়েবসাইটে (wbpolice.gov.in)-এ গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, তা স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হল।

অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কীভাবে?

১) পরীক্ষার্থীদের প্রথমে (wbpolice.gov.in) ওয়েবসাইটে যেতে হবে।

২) এরপর ‘Recruitment to the Constables and lady Constables in Kolkata Police 2022’ এর ‘Get Details’ অপশনে ক্লিক করতে হবে।

৩) এবার ‘Download e-Admit Cards’ এর ‘Get Details’ এ ক্লিক করতে হবে।

আরও পড়ুনঃ কলকাতা পুলিশ সিলেবাস ২০২২

৪) এরপর ‘Click here to download Admit Card for Preliminary written test for the post of Constables/Lady Constables in Kolkata police- 2022’ লিঙ্কে ক্লিক করতে হবে।

৫) এবার প্রয়োজনীয় লগ ইন ডিটেলস দিয়ে সাবমিট করতে হবে।

৬) স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন। এটি ডাউনলোড করে রাখবেন পরীক্ষার্থীরা।

কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের লিখিত প্রিলিমিনারি পরীক্ষাটি আয়োজিত হতে চলেছে আগামী ৪ জুন ২০২৩ (4.06.23)। প্রচুর সংখ্যক পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিতে চলেছেন। পরীক্ষার দিন অ্যাডমিটটি অবশ্যই নিয়ে যাবেন। এছাড়া এ বিষয়ে পরবর্তী আপডেট পেতে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখবেন।

কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষার অ্যাডমিট কার্ড

Related Articles