কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB)। বোর্ডের দুটি অফিসিয়াল ওয়েবসাইট (www.prb.wb.gov.in) ও (www.wbpolice.gov.in) থেকে নিজেদের রেজাল্ট চেক করতে পারবেন পরীক্ষার্থীরা। কিভাবে নিজেদের রেজাল্ট চেক করবেন তা স্টেপ বাই স্টেপ জানানো হল এই প্রতিবেদনে।
কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার রেজাল্ট চেক করবেন কিভাবে?
- প্রার্থীদের প্রথমে www.prb.wb.gov.in অথবা www.wbpolice.gov.in ওয়েবসাইটে যেতে হবে।
- ওয়েবসাইটের হোমপেজে বা রেজাল্ট সেকশনে কনস্টেবল পরীক্ষার রেজাল্টের লিঙ্কটি দেখতে পাবেন।
- লিঙ্কে ক্লিক করার প্রয়োজনীয় তথ্য দিয়ে লগ ইন করবেন।
- স্ক্রিনে রেজাল্ট দেখতে পাবেন।এটি ডাউনলোড করে রেখে দেবেন।
আরও পড়ুনঃ পঞ্চায়েত দপ্তরের ৭ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
চলতি বছরের ৪ জুন (রবিবার) কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ পরীক্ষাটির আয়োজন করেছিল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। প্রচুর পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। এদের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণরা এবার শারীরিক সক্ষমতার পরীক্ষায় অংশ নেবেন। ফিজিক্যাল কোয়ালিফিকেশন টেস্টে পাশ হওয়ার পর মেন পরীক্ষায় বসার সুযোগ মিলবে। পরীক্ষার তারিখ অতি শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট বিষয়ে যাবতীয় আপডেট পেতে বোর্ডের ওয়েবসাইটে নজর রাখবেন।