আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।
Kolkata Police Constable GK Questions
1) পেশির ক্লান্তির জন্য দায়ী কোনটি?
[A] কার্বন ডাইঅক্সাইড
[B] ক্রিয়েটিনিন
[C] ল্যাকটিক অ্যাসিড
[D] ইথানল
উঃ ল্যাকটিক অ্যাসিড।
2) ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কি?
[A] রাজেন্দ্র প্রসাদ
[B] নীলম সঞ্জীবা রেড্ডি
[C] সর্বপল্লী রাধাকৃষ্ণন
[D] ইন্দিরা গান্ধী
উঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।
3) দ্য ফিলোজফি অব বোম গ্ৰন্থের লেখক কে?
[A] ভগৎ সিং
[B] ভগবতী চরণ বোহরা
[C] চন্দ্রশেখর আজাদ
[D] রাসবিহারী বসু
উঃ ভগবতী চরণ বোহরা।
4) মস্তিষ্কের আবরণকে বলে–
[A]মেনিনজেস
[B]প্লুরা
[C]পেরিকার্ডিয়াম
[D]পেরিটোনিয়াম
উঃ মেনিনজেস।
5) দক্ষিণবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
[A] সান্দাকফু
[B] অযোধ্যা
[C] গোর্গাবুরু
[D] বাঘমুন্ডি
উঃ গোর্গাবুরু।
6) সংবিধান সভার প্রথম সভাপতি কে?
[A] রাজেন্দ্র প্রসাদ
[B] গোবিন্দ ঘোষ
[C] জওহরলাল নেহেরু
[D] বল্লভভাই প্যাটেল
উঃ রাজেন্দ্র প্রসাদ।
7) জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে?
[A] অ্যালান অক্টোভিয়ান হিউম
[B] উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
[C] দাদাভাই নৌরজি
[D] মহাত্মা গান্ধী
উঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।
8) সর্দার উধম সিং কাকে হত্যা করেন?
[A] ওটেন সাহেব
[B] কার্জন উইলি
[C] জ্যাকসন সাহেব
[D] মাইকেল ও ডায়ার
উঃ মাইকেল ও ডায়ার।
9) কোন বিপ্লবীকে অস্ত্রগুরু বলা হয়?
[A] সূর্য সেন
[B] যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
[C] হেমচন্দ্র কানুনগো
[D] চিত্তরঞ্জন দাশ
উঃ হেমচন্দ্র কানুনগো।
10) ভারতের বিভিন্ন পরিকল্পনার জন্য পরিকল্পনা কমিশনের পরিবর্তে বর্তমানে কোন সংস্থা গঠন করা হয়েছে?
[A] অর্থ কমিশন
[B] নীতি আয়োগ
[C] প্রধানমন্ত্রীর দপ্তর
[D] কোনোটিই নয়
উঃ নীতি আয়োগ।
11) সম্প্রতি সমাপ্ত হওয়া কমনওয়েলথ গেমসে কোন দেশ সর্বাধিক মেডেল লাভ করেছে?
[A] ভারত
[B] কানাডা
[C] ইংল্যান্ড
[D] অস্ট্রেলিয়া
উঃ অস্ট্রেলিয়া।
12) ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন রাজ্যের বাসিন্দা?
[A] মধ্যপ্রদেশ
[B] ছত্তিসগড়
[C] ঝাড়খণ্ড
[D] উড়িষ্যা
উঃ উড়িষ্যা।
13) লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল কত দিন?
[A] 60
[B] 120
[C] 180
[D] 240
উঃ 120 দিন।
14) ভারতে দাসত্ব প্রথা বিলুপ্ত হয় কোন গভর্নর জেনারেলের আমলে?
[A] লর্ড ডালহৌসি
[B] লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক
[C] লর্ড এলনবোরা
[D] লর্ড মেয়ো
উঃ লর্ড এলনবোরা।
15) National Institute Of Sports কোথায় অবস্থিত?
[A] মুম্বই
[B] অমৃতসর
[C] পাটিয়ালা
[D] দেরাদুন
উঃ পাটিয়ালা।
16) জম্মুর সঙ্গে শ্রীনগরের যোগাযোগ রক্ষাকারী গিরিপথ বা পাস কোনটি?
[A] পেনসি লা
[B] বানিহাল
[C] শিপকিলা
[D] রোটাং
উঃ বানিহাল পাস( জওহর টানেল)।
17) হাতিগুম্ফা শিলালিপির নাম কোন রাজার সঙ্গে জড়িত?
[A] খারবেল
[B] হর্ষবর্ধন
[C] দ্বিতীয় নাগভট্ট
[D] সিমুক
উঃ কলিঙ্গ রাজ খারবেল।
18) নীচের কোনটি সঙ্গম যুগের রাজবংশ নয়?
[A] চোল
[B] চের
[C] পান্ড্য
[D] চালুক্য
উঃ চালুক্য।
19) অশোকের বাবার নাম কি?
[A] বিম্বিসার
[B] চন্দ্রগুপ্ত মৌর্য
[C] চন্দ্রগুপ্ত
[D] বিন্দুসার
উঃ বিন্দুসার।
20) অবিভক্ত মেদিনীপুর দুটি জেলায় বিভক্ত হয় কত সালে?
[A] ২০০১
[B] ২০০০
[C] ২০০২
[D] ২০০৩
উঃ ২০০২
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে পার্ট- ১
কলকাতা পুলিশ কনস্টেবল জিকে পার্ট- ২
উপরোক্ত প্রশ্নগুলি কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবার সাথে শেয়ার করুন, যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন।