পরীক্ষা প্রস্তুতি

কলকাতা পুলিশ কনস্টেবল জিকে প্রশ্নোত্তর পার্ট- ২, দেখে নিন আপনার স্কোর

Advertisement

আপনি কি Kolkata Police Constable পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? তাহলে Exam Bangla আপনার জন্য নিয়ে এসেছে ২০ টি জেনারেল নলেজের প্র্যাকটিস সেট। Team Exam Bangla -র অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা এই প্রশ্নোত্তর গুলি প্রস্তুত করা হয়েছে। ২০ টি প্রশ্নের ৪ টি করে সম্ভাব্য বিকল্প দেওয়া হয়েছে। সঠিক উত্তরটি আপনাকে নির্বাচন করতে হবে। প্রতিটি প্রশ্নের শেষে সঠিক উত্তর দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীদের সুবিধা হয়। আমরা আশাবাদী রাজ্যের সমস্ত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার্থীদের জন্য Exam Bangla -র এই উদ্যোগ খুব উপকারী হবে।

Kolkata Police Constable GK Questions

১) ভুটানের সঙ্গে সীমারেখা নেই কোন রাজ্যের?
[A] সিকিম
[B] মেঘালয়
[C] অরুণাচল প্রদেশ
[D] পশ্চিমবঙ্গ
উঃ মেঘালয়।

২) পিত্ত উৎপন্ন হয় কোথায়?
[A] রক্তে
[B] যকৃতে
[C] প্লিহাতে
[D] পিত্তথলিতে
উঃ যকৃতে।

৩) কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন?
[A] প্রশান্তচন্দ্র মহালানবীশ
[B] দাদাভাই নৌরোজি
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] রমেশ চন্দ্র দত্ত
উঃ দাদাভাই নৌরজি।

৪) সম্প্রতি অনুষ্ঠিত কমনওয়েলথ গেমস, ২০২২ এ ভারতের স্থান কত?
[A] ৩
[B] ৪
[C] ৫
[D] ২
উঃ

৫) কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে হয়েছিলেন?
[A] নেল্লী সেনগুপ্ত
[B] অ্যানি বেসান্ত
[C] সরোজিনী নাইডু
[D] সুচেতা কৃপালনি
উঃ সরোজিনী নাইডু।

৬) নিম্নলিখিত কোনটি রাজ্য-কেন্দ্র সম্পর্ক বিষয়ের গুরুত্বপূর্ণ কমিটি?
[A] সাচার কমিটি
[B] সরকারিয়া কমিটি
[C] ভানুপ্রতাপ সিং কমিটি
[D] শাহ কমিশন
উঃ সরকারিয়া কমিটি।

৭) ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
[A] বেঙ্গালুরু
[B] কাপুরথালা
[C] ফরিদাবাদ
[D] দিল্লি
উঃ ফরিদাবাদ।

৮) কুষাণ বংশের প্রতিষ্ঠাতা কে?
[A] বিম কদফিসেস
[B] কুজুল কদফিসেস
[C] কনিষ্ক
[D] হুবিষ্ক
উঃ কুজুল কদফিসেস।

৯) ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়?
[A] ওস্টিওম্যালেশিয়া
[B] রিকেট
[C] উভয়ই
[D] কোনোটিই নয়
উঃ উভয়ই।

১০) দক্ষিণের কোন ভাষাকে নিকোলো ডি কন্টি “ইটালিয়ান অব দ্য ইস্ট” বলেছেন?
[A] তামিল
[B] মালয়ালম
[C] তেলেগু
[D] কন্নড়
উঃ তেলেগু।

১১) কমনওয়েলথ গেমসে পশ্চিমবঙ্গের একমাত্র পদকজয়ী অচিন্ত্য শিউলি কোন জেলার অধিবাসী?
[A] কোলকাতা
[B] হাওড়া
[C] হুগলি
[D] মেদিনীপুর
উঃ হাওড়া।

১২) পেঁয়াজ কাটলে চোখে জল আসে কোন অ্যাসিডের কারণে?
[A] হাইড্রোক্লোরিক অ্যাসিড
[B] সালফিউরিক অ্যাসিড
[C] নাইট্রিক অ্যাসিড
[D] হাইড্রোজেন সালফাইড
উঃ সালফিউরিক অ্যাসিড।

১৩) ১৮০৬ সালের ভেল্লোর বিদ্রোহ ( Vellore Mutiny) এর সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
[A] লর্ড ওয়েলেসলি
[B] লর্ড মিন্টো 1
[C] স্যার জর্জ বারলো
[D] লর্ড আমহার্স্ট
উঃ স্যার জর্জ বারলো।

১৪) পশ্চিমবঙ্গের বর্তমান জেলার সংখ্যা কটি?
[A] ১৯
[B] ২১
[C] ২৩
[D] ৩০
উঃ ৩০

১৫) সোনা এবং কোন ধাতুর সংকর ইলেকট্রাম নামে পরিচিত?
[A] তামা
[B] রূপো
[C] সিসা
[D] ইলেকট্রন
উঃ রূপো।

১৬) নিম্নলিখিত কোন দেশের তিনটি রাজধানী রয়েছে?
[A] শ্রীলঙ্কা
[B] সিয়েরা লিওন
[C] দক্ষিণ আফ্রিকা
[D] কঙ্গো
উঃ দক্ষিণ আফ্রিকা।

১৭) নিম্নলিখিত কোন পাসটি সিকিমে অবস্থিত?
[A] বানিহাল
[B] নাথু লা
[C] মানা পাশ
[D] পাল ঘাট
উঃ নাথু লা।

১৮) ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম প্রান্তের নাম কি?
[A] ইন্দিরা পয়েন্ট
[B] ইন্দিরা কল
[C] কন্যাকুমারিকা
[D] রাম সেতু
উঃ কন্যাকুমারিকা।

১৯) মিশরের রাজধানীর নাম কি?
[A] দামাস্কাস
[B] কায়রো
[C] ইজিপ্ট
[D] ফ্রী টাউন
উঃ কায়রো।

২০) ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি?
[A] রামনাথ কোবিন্দ
[B] দ্রৌপদী মুর্মু
[C] ফারুক আবদুল্লা
[D] জগদীপ ধনখড়
উঃ জগদীপ ধনখড়

Kolkata Police GK Set Part 1

উপরোক্ত প্রশ্নগুলি কলকাতা পুলিশ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই সবার সাথে শেয়ার করুন, যারা কলকাতা পুলিশ পরীক্ষা দেবেন।

Related Articles