এক নজরে
Recruitment to the posts of Constables/Lady Constables in Kolkata Police – 2022 মেন পরীক্ষার Final Written Examination -এর রেজাল্ট এবং ইন্টারভিউর তারিখ প্রকাশ করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এই পরীক্ষায় লক্ষাধিক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। ফলাফলের ঘোষণা অংশগ্রণকারী ছাত্রছাত্রীদের মনে খুশির আশা জাগিয়েছে। এই সম্পর্কিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ চলতি মাসেই আয়োজন করা হবে।
Final Written Examination Result
● প্রথমে prb.wb.gov.in ওয়েবসাইট খুলুন।
● হোমপেজ থেকে “Recruitments” বিভাগের নিচে “Notice related to the result of Final Written Examination and schedule of Interview” লিংকে ক্লিক করুন।
● এবার আপনার এপ্লিকেশন রেজিস্ট্রেশন নম্বর লিখে সাবমিট করুন।
● এখন নিজের রেজাল্ট স্ক্রিনে দেখতে পাবেন।
● নির্দিষ্ট ডাউনলোড অপশন থেকে এটি ডাউনলোড করে রাখতে হবে।
চাকরির খবরঃ জেলা পরিষদ অফিসে সাপোর্টিং স্টাফ নিয়োগ
Important Documents for Interview
অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী শর্টলিস্টেড প্রার্থীদের ইন্টারভিউ আগামী ১৮ জানুয়ারি, ২০২৪ তারিখে আয়োজিত হবে। ইন্টারভিউর জন্য প্রয়োজনীয় নথিপত্রগুলির তালিকা নিচে দেওয়া হল।
● বয়সের প্রমাণপত্র
● শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
● নাগরিক পরিচয়পত্র
● শারীরিক যোগ্যতার প্রমাণপত্র (PET & PMT)
● SC/ST প্রার্থীদের জাতি শংসাপত্র
● পাসপোর্ট সাইজের রঙিন ছবি ২ কপি।
● আবেদনপত্রের মূল কপি।
আগামী ৮ জানুয়ারি, ২০২৪ তারিখ থেকে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে e-Call Letter ডাউনলোড করা যাবে। ইন্টারভিউর জন্য প্রার্থীদের সকাল ৯ টায় উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইন্টারভিউর পর প্রার্থীদের মেডিকেল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। মেডিকেল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নিয়োগ করা হবে।