পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। বহু দিন অপেক্ষার পর কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। পশ্চিমবঙ্গ পুলিশের ওয়েবসাইটে (WBPRB) অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশ করে থাকলে পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ- মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে, কীভাবে নিয়োগ করা হবে, পরীক্ষার সিলেবাস কেমন হবে, বিস্তারিত জানতে পারবেন ExamBangla.com -এর এই প্রতিবেদন থেকে।
Kolkata Police Constable Recruitment 2022
পদের নাম- কনস্টেবল ও লেডি কনস্টেবল। কনস্টেবল পদে পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। লেডি কনস্টেবল পদে মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
মোট শূন্যপদ-
কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 1410 টি।
লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মোট শূন্যপদের সংখ্যা 856 টি।
এছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে শূন্যপদ সংরক্ষণ রয়েছে। যা নীচে টেবিল আকারে দেওয়া হলো-
বয়সসীমা- কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। বয়স হিসাব করবেন 1 জানুয়ারি, 2022 তারিখের হিসাবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমার ছাড় পাবেন। যেমন SC/ ST শ্রেণীভুক্ত প্রার্থীরা 5 বছরের ও OBC প্রার্থীরা 3 বছরের বয়সে ছাড় পাবেন।
বেতন ক্রম- পশ্চিমবঙ্গ সরকারের নিয়ম অনুযায়ী বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা- কলকাতা পুলিশে আবেদন করার জন্য যোগ্যতা হতে হবে অন্তত মাধ্যমিক পাশ। উচ্চতর যোগ্যতা থাকলেও আবেদন করতে পারবেন।
অন্যান্য যোগ্যতা- আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। দার্জিলিং এবং কালিম্পং জেলার আবেদনকারীদের ক্ষেত্রে বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে না জানলেও আবেদন করা যাবে।
কনস্টেবল পদের শারীরিক যোগ্যতা (PMT)-
1) গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, এবং ছাতি হতে হবে 78 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
2) গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি, এবং ছাতি হতে হবে 76 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
লেডি কনস্টেবল পদে শারীরিক যোগ্যতা (PMT)-
1) গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি। ওজন হতে হবে 49 কেজি।
2) এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি। ওজন হতে হবে 45 কেজি।
Kolkata Police Constable Syllabus Download
কনস্টেবল পদের ক্ষেত্রে দৌড়- 6 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে।
লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে দৌড়- 4 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 800 মিটার দৌড়ে সম্পূর্ণ করতে হবে।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। West Bengal Police Recruitment Board -এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করা যাবে 27 জুন, 2022 তারিখ পর্যন্ত। অনলাইনে আবেদন করার ওয়েবসাইট হলো www.prb.wb.gov.in , পাশাপাশি অনলাইনে আবেদন করার সরাসরি লিংক এই প্রতিবেদনে দেওয়া হয়েছে।
আবেদন ফি- জেনারেল ও ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি বাবদ 150/- টাকা এবং প্রসেসিং ফি বাবদ 20/- টাকা মোট 170/- টাকা জমা দিতে হবে। এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি জমা দিতে হবে না, শুধু প্রসেসিং ফি বাবদ 20/- টাকা জমা দিতে হবে।
নিয়োগ পদ্ধতি- কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল উভয় পদের ক্ষেত্রে নিয়োগ করা হবে মোট পাঁচটি ধাপে।
1) প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বরের)।
2) Physical Measurement Test (PMT)
3) Physical Efficiency Test (PET)
4) Main Exam (85 নম্বরের)।
5) Personality Test/ Interview (15 নম্বরের)।
পরীক্ষার সিলেবাস- প্রিলিমিনারি পরীক্ষায় মোট তিনটি বিষয় থেকে প্রশ্ন আসবে। মোট 100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রতিটি প্রশ্নের ম্যান 1। নেগেটিভ মার্কিং 0.25
1) General Awareness & General Knowledge- 40 Marks.
2) Arithmetic (10th standard)- 30 Marks
3) Reasoning- 30 Marks
মেন পরীক্ষার সিলেবাস- যেসব প্রার্থীরা কলকাতা পুলিশের পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা, PMT, PET পরীক্ষায় উত্তীর্ণ হবেন, কেবল তারাই প্রার্থীরাই কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ধাপের লিখিত পরীক্ষা বা Main Exam দিতে পারবে। পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের ক্ষেত্রে Main Exam হবে 85 নম্বরের। নেগেটিভ মার্কিং 0.25, যেসব বিষয় গুলি থেকে প্রশ্ন হবে সেগুলি হল-
1) General Awareness & General Knowledge- 25 Marks.
2) English- 10 Marks.
3) Arithmetic (10th standard)- 25 Marks.
4) Reasoning and Logical Analysis- 25 Marks
Official Notice: Download Now
Apply Now: Click Here
Daily Job Update: Click Here