কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল রিক্রুটমেন্ট ২০২২-এর চূড়ান্ত লিখিত পরীক্ষাটি আয়োজিত হয়েছিল গত ৩ ডিসেম্বর। যে সকল প্রার্থীরা এই পরীক্ষায় বসেছিলেন, তাঁরা রেজাল্ট জানার জন্য অপেক্ষায় ছিলেন। অবশেষে চূড়ান্ত লিখিত পরীক্ষার রেজাল্ট প্রকাশ করেছে বোর্ড। অফিসিয়াল ওয়েবসাইটে হয়েছে এই পরীক্ষার অ্যানসার কি। যদি কোনো পরীক্ষার্থীর অ্যানসার কী-র পরিপ্রেক্ষিতে কোনো অভিযোগ থাকে, তবে তিনি আগামী ৭ দিনের মধ্যে চ্যালেঞ্জ জানাতে পারবেন। এ বিষয়ে বিশদ তথ্য পাবেন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbpolice.gov.in থেকে।
কলকাতা পুলিশের একগুচ্ছ শূন্যপদে নিয়োগ কর্মসূচি প্রায় শেষ পর্বে। আর কিছুদিনের মধ্যেই নিয়োগ পেতে চলেছেন হাজার হাজার তরুণ-তরুণী। মোট ২২৬৬ টি শূন্যপদ পূরণ হবে এই নিয়োগ কর্মসূচিতে। এর মধ্যে ১৪১০ টি পদে নিয়োগ হবেন কনস্টেবলরা আর ৮৫৬ টি পদে নিয়োগ পাবেন লেডি কনস্টেবলরা। আশা করা যাচ্ছে, নতুন বছরের শুরুর দিকেই চাকরি চূড়ান্ত হবে নির্বাচিত চাকরিপ্রার্থীদের।
আরও পড়ুনঃ ৫৫৭৮ জন চাকরিপ্রার্থী রাজ্যে শিক্ষক পদে চাকরি পাবেন
মনে করা হচ্ছে, আর কিছুদিনের মধ্যেই সংশ্লিষ্ট শূন্যপদে নিয়োগের চূড়ান্ত মেধাতালিকাটি প্রকাশ করবে বোর্ড। যার মাধ্যমে উল্লিখিত শূন্যপদ পূরণ করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, ইতোমধ্যে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের একগুচ্ছ শূন্যপদ পূরণের কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ, অতি সত্বর কনস্টেবল পদের শূন্যপদ পূরণ করতে হবে। আর সেই নির্দেশ মোতাবেক পদক্ষেপ নিচ্ছেন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কর্তারা।