এক নজরে
Kolkata Police Constable Syllabus 2022: আপনি কি কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পরীক্ষার্থী? তাহলে পরীক্ষার সিলেবাস, নিয়োগ পদ্ধতি, নম্বর বিভাজন সম্পর্কে অবশ্যই আপনার জানা উচিৎ। কলকাতা পুলিশ কনস্টেবল পদে কয়টি ধাপে পরীক্ষা হয়? কি কি সিলেবাস রয়েছে? কোথা থেকে প্রশ্ন আসবে? বিস্তারিত জানতে পারবেন আজকের পোস্টে।
Kolkata Police Constable Syllabus 2022
Kolkata Police Constable Details | |
Exam Name | Kolkata Police Constable & Lady Constable Exam 2022 |
Board | WBPRB |
Qualification | Madhyamik Pass |
Application Last Date | 27/06/2022 |
Apply Now | Click Here |
Kolkata Police Constable Selection Process 2022
কলকাতা পুলিশে কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে মোট 4 টি ধাপে নিয়োগ করা হয়।
1) প্রিলিমিনারি পরীক্ষা (100 নম্বর)
2) Physical Measurement Test (PMT) এবং Physical Efficiency Test (PET) [Need to Qualify]
3) Main Exam (85 নম্বর)
4) ইন্টারভিউ (15 নম্বর)
প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে Physical Measurement Test (PMT) -এ অংশগ্রহণ করা যাবে। PMT পাশ করলে PET. এবং Physical Efficiency Test (PET) পাশ করলে মেইন পরীক্ষা দেওয়া যাবে। আর মেইন পরীক্ষা পাশ করলে ইন্টারভিউ দিতে পারবেন চাকরিপ্রার্থীরা।
KP Constable Preliminary Syllabus
প্রিলিমিনারি পরীক্ষা হবে মোট 100 নম্বরের। সময়সীমা 1 ঘন্টা। প্রশ্নপত্র দুটি ভাষায় থাকবে (বাংলা এবং নেপালি)। প্রশ্ন থাকবে MCQ টাইপের। নেগেটিভ মার্কিং 1/4
KP Constable Preliminary Syllabus 2022 | |
Subject | Marks |
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ | 40 |
গণিত (মাধ্যমিক স্তরের) | 30 |
রিজনিং | 30 |
Physical Measurement Test (PMT)
কনস্টেবল পদের উচ্চতা ও ওজনঃ
1) গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেমি, ওজন হতে হবে 57 কেজি, এবং ছাতি হতে হবে 78 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
2) এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি, ওজন হতে হবে 53 কেজি, এবং ছাতি হতে হবে 76 সেমি; 5 সেমি পর্যন্ত প্রসারণের ক্ষমতা থাকতে হবে।
লেডি কনস্টেবল পদের উচ্চতা ও ওজনঃ
1) গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থী বাদে বাকি সবার ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেমি। ওজন হতে হবে 49 কেজি।
2) এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, সিডিউল ট্রাইবস শ্রেণীভূক্ত প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেমি। ওজন হতে হবে 45 কেজি।
Physical Efficiency Test (PET)
1) এই ধাপে প্রার্থীদের দৌড়াতে হবে। কনস্টেবল পদের ক্ষেত্রে 6 মিনিট 30 সেকেন্ড -এর মধ্যে 1600 মিটার দৌড়াতে হবে।
2) লেডি কনস্টেবল পদের ক্ষেত্রে 4 মিনিট 30 সেকেন্ড এর মধ্যে 800 মিটার দৌড়ে সম্পূর্ণ করতে হবে।
Kolkata Police Main Exam Syllabus 2022
চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা হবে 85 নম্বরের। যেসব প্রার্থীরা PMT এবং PET পাশ করবে কেবল সেই সব প্রার্থীরাই এই পরীক্ষাটি দিতে পারবে। পরীক্ষার সময়সীমা থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং 1/4, প্রশ্নপত্র হবে বাংলা এবং নেপালি ভাষায়।
Kolkata Police Main Exam Syllabus | |
Subject | Marks |
জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ | 25 |
ইংরেজি | 10 |
গণিত (মাধ্যমিক স্তরের) | 25 |
রিজনিং এবং লজিক্যাল অ্যানালাইসিস | 25 |
Kolkata Police Constable Interview
চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে ইন্টারভিউয়ের ডাক পাবেন। ইন্টারভিউ হবে 15 নম্বরের। চূড়ান্ত পর্যায়ের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর নম্বর মিলিয়ে চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে। অর্থাৎ 85 + 15 = 100 নম্বরের উপর ফাইনাল রেজাল্ট প্রকাশিত হবে।