প্রচুর শূন্যপদে নতুন নিয়োগ কর্মসূচি শুরু করতে চলেছে রাজ্য। যার মধ্যে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর ও সাব ইন্সপেক্ট্রেস (SI & LSI) পদে নিয়োগ দেওয়া হবে প্রার্থীদের। কিছুদিন আগে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছিল। সেইমতো আবেদন জানানোর দিনক্ষণ জানার অপেক্ষায় রয়েছেন চাকরিপ্রার্থীরা। এদিন কলকাতা পুলিশ এসআই (SI) নতুন নিয়োগ কর্মসূচির অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে তা জানিয়ে দিল বোর্ড।
Kolkata Police SI Recruitment 2023
কলকাতা পুলিশের নিয়োগ সংক্রান্ত দিকগুলি পরিচালনা করে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। সেই বোর্ডের তরফে এদিন জানানো হয়েছে, আগামী ২৭ অগাস্ট, ২০২৩ থেকে সাব ইন্সপেক্টর, সাব ইন্সপেক্ট্রেস (আন আর্মড ব্রাঞ্চ)-এর নতুন নিয়োগের অ্যাপ্লিকেশন শুরু হবে। চাকরিপ্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট (https://prb.gov.in) ও (https://wbpolice.gov.in) থেকে আবেদন জানাতে পারবেন।
চাকরির খবরঃ রাজ্যে ২৫০০ শূন্যপদে কনস্টেবল নিয়োগ
প্রসঙ্গত, প্রতিবার কলকাতা পুলিশের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন হাজার হাজার চাকরিপ্রার্থী। যাতে আগামীদিনে নিয়োগের পরিমাণ বাড়ে ও প্রার্থীরা চাকরি পান সেদিকটি নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য। তাই শূন্যপদের পরিসংখ্যান বিচার করে নতুন করে নিয়োগ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। গতকাল ২৫০০টি পদে কনস্টেবল নিয়োগের ঘোষণা হয়েছে। খুব শীঘ্রই এ বিষয়ে বিস্তারিত জানাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড।
চাকরির খবরঃ রাজ্যে মাধ্যমিক পাশে ক্লার্ক নিয়োগ চলছে
WBP & KP Best Book