পশ্চিমবঙ্গ রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে! এই রাজ্যের মধ্যেই বিখ্যাত বন্দর শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর বা হলদিয়া বন্দর অবস্থিত। সম্প্রতি এই বন্দরেই ৫ জন যোগ্য চাকরিপ্রার্থীকে বিশিষ্ট পদে নিয়োগ করা হচ্ছে। বর্তমানে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন, এমন চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারেন। চাকরিপ্রার্থীদের জন্য এই নিয়োগের বিস্তারিত তথ্য অর্থাৎ পদের বিবরণ, শূন্য পদের সংখ্যা, মাসিক বেতন, পদ্ধতি এবং আবেদনের সকল প্রক্রিয়া, বিস্তারিতভাবে উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে।
পদের নাম- অ্যাসিস্ট্যান্ট সুপারিন্টেন্ডেন্ট।
মোট শূন্যপদের সংখ্যা- ৫ টি।
বয়স সীমা- এখানে মার্চ মাসের এক তারিখের হিসাবে প্রতিটি চাকরিপ্রার্থীর উচ্চতর বয়স সীমা ৩৫ বছর হতে হবে।
মাসিক বেতন- হলদিয়া বন্দরের পক্ষ থেকে সম্প্রতি অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই পদে নিযুক্ত কর্মীদের বেতন সীমা উল্লেখ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, প্রতিমাসে এই পদে নিযুক্ত কর্মীরা সবমিলিয়ে মোট ৫৭,০০০/- টাকা বেতন পাবেন।
নিয়োগ পদ্ধতি- প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং তারপরে ইন্টারভিউ এর মাধ্যমে বেছে নিয়ে এই পদে নিয়োগ করা হবে। এক্ষেত্রে মোট ৩ বছরের চুক্তিভিত্তিক পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। পরবর্তী সময়ে বন্দরের প্রয়োজনীয়তা অনুসারে এই চুক্তির সময়কাল বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ ২৬ হাজার চাকরি বাতিল: কারা এখনও বেতন পাবে? নতুন পরীক্ষায় কারা বসবে?
শিক্ষাগত যোগ্যতা- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফার্স্ট ক্লাস ডিগ্রি অর্জন করে থাকলে চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবেন। এছাড়াও স্নাতকোত্তর ডিগ্রী বা পূর্ণ সময়ের দুই বছরের ডিপ্লোমা ডিগ্রি থাকলে এক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
পূর্ব অভিজ্ঞতার বিবরণ- প্রতিটি চাকরিপ্রার্থীকে অন্ততপক্ষে ২ বছরের বন্দর সংক্রান্ত কাজের বিষয়ে পূর্ব অভিজ্ঞ হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
- চাকরি প্রার্থীর বয়সের প্রমাণপত্র হিসাবে জন্ম সার্টিফিকেট
- সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট
- অভিজ্ঞতার সার্টিফিকেট
- পরিচয় পত্র হিসেবে আধার কার্ড ভোটার কার্ড অথবা প্যান কার্ড
- সাম্প্রতিক রঙিন পাসপোর্ট সাইজ ছবি
আরও পড়ুনঃ বর্তমানে কি কি চাকরির ফর্ম ফিলাপ চলছে একনজরে দেখে নিন
আবেদন পদ্ধতি- উল্লেখিত পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরি প্রার্থীদের সবার প্রথমে নিচে দেওয়াল লিংক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে সমস্ত বিবরণ ভালোভাবে বুঝে নিতে হবে। এরপর সম্পূর্ণ অফলাইন মাধ্যমে নিয়োগ পত্রের সঙ্গে দেওয়া আবেদন পত্রটি হাতে-কলমে পূরণ করে জমা করতে হবে। এর পাশাপাশি অবশ্যই প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স কপিতে সই করে সেগুলি আবেদন পত্রের সঙ্গে একত্রিত করবেন। সবশেষে সম্পূর্ণ আবেদন পত্রটি নথিপত্র সহ একটি মুখবন্ধ খামে করে ২৬/০৪/২০২৫ তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা- Sr. Dy. Secretary-II, 15, Strand Road, Kolkata 700001
Candidates can click on the link provided here to download the official notification. To get daily job updates please visit our official website.