পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে অষ্টম শ্রেণী পাশে গ্রূপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাড়িতে বসে নিজের মোবাইলে ইমেলের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিয়োগ করা হবে ক্যালকাটা স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন বিভাগে। সম্পূর্ণভাবে চুক্তির ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ-মহিলা এইসব পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম- প্রজেক্ট কো-অর্ডিনেটর
শূন্যপদ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- বায়োটেকনোলজি/ বায়োকেমিস্ট্রি/ সাইকোলজি নিয়ে এমবিবিএস (MBBS) অথবা বিডিএস (BDS) অথবা বি ফার্ম:(B.Pharm) অথবা বিভিএসসি (B.VSc) অথবা বিএসসি (BSc).
বেতন- ৬৭,৩০০/- টাকা প্রতি মাসে
পদের নাম- মেডিকেল সোশ্যাল ওয়ার্কার
শূন্যপদ- ২টি
শিক্ষাগত যোগ্যতা- বায়োটেকনোলজি/বায়োকেমিস্ট্রি/সাইকোলজি/সোশ্যাল সায়েন্স নিয়ে বি ফার্ম অথবা বি ভিএস সি অথবা বিএসসি। ক্লিনিক্যালি প্র্যাকটিস করার অভিজ্ঞতা, স্বাস্থ্য সম্পর্কে সমাজের কাজ এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
বেতন- প্রতিমাসে ৩২,০০০/- টাকা
পদের নাম- ফার্মাসিস্ট
শূন্যপদ- ২ টি
শিক্ষাগত যোগ্যতা- B Pharm ডিগ্রী পাশ।
বেতন- প্রতিমাসে ৩১,০০০/- টাকা।
পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান
শূন্যপদ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল টেকনোলজি নিয়ে গ্রাজুয়েশন অথবা ডিপ্লোমা।
বেতন- প্রতি মাসে ১৮,০০০/- টাকা।
পদের নাম- জুনিয়র নার্স
শূন্যপদ- ১ টি
শিক্ষাগত যোগ্যতা- বিএসসি নার্সিং (B.Sc. Nursing) পাশ।
বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা।
পদের নাম- ফিল্ড ওয়ার্কার
শূন্যপদ- ২ টি
শিক্ষাগত যোগ্যতা- এইট পাশ।
বেতন- প্রতি মাসে ১৮,০০০ টাকা।
পদের নাম- এটেনডেন্ট
শূন্যপদ- ১ টি।
শিক্ষাগত যোগ্যতা- প্রাইমারি স্কুল পাশ সার্টিফিকেট।
বেতন- ১৫,৮০০ টাকা
উপরোক্ত সবগুলি পদের ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন।
আবেদন পদ্ধতি- আবেদন করতে হবে সাদা কাগজে। বায়ো-ডাটা সঙ্গে প্রার্থীরা সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক -এর মার্কশিট ও সার্টিফিকেট , কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, এছাড়াও প্রার্থীর ঠিকানা, মোবাইল নাম্বার এবং ইমেইল আইডি School of Tropical Medicine,108 C R Avenue, Kolkata- 700073 এই ঠিকানায় স্পিড পোস্ট অথবা কুরিয়ার করে পাঠাতে হবে।
পাশাপাশি বায়ো-ডাটা সহ সমস্ত ডকুমেন্টস পিডিএফ ফরমেটে ইমেলের মাধ্যমে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে ২২ মে, ২০২১ তারিখের মধ্যে।
আবেদন করার ইমেল আইডি- directorstm18@gmail.com
নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউর তারিখ ও সময় প্রার্থীর নিজস্ব ফোন নাম্বার অথবা ই-মেইলে পাঠিয়ে দেয়া হবে।