পরীক্ষা প্রস্তুতি

KP Constable Practice Set 2024 | কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট ১

Advertisement

KP Constable Practice Set 2024: কলকাতা পুলিশের তরফে কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগ ২০২৪ -এর বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। পরীক্ষার্থীদের জন্য Team Exam Bangla সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন নতুন প্র্যাকটিস সেট আপলোড করবে। Exam Bangla -র অফিসিয়াল ওয়েবসাইটে প্রতিনিয়ত KP Constable Practice Set আপলোড করা হচ্ছে। পরীক্ষার্থীরা নিয়মিত এই সাজেস্টিভ প্র্যাকটিস সেটগুলিতে নজর রাখুন এবং নিজেদের প্রস্তুতি চালিয়ে যান।

KP Constable Practice Set

KP Constable পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এই প্র্যাকটিস সেট গুলির গুরুত্ব অপরিসীম। বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি সাজানো হয়েছে। প্রতিটি প্রশ্ন আগত KP Constable পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরীক্ষার প্রস্তুতিতে কোনো প্রকার ফাঁক না রাখতে আজ থেকেই প্র্যাকটিস সেটগুলি ভালোভাবে ফলো করুন।

KP Constable Practice Set in Bengali

KP Constable পরীক্ষাকে কেন্দ্র করে এই প্র্যাকটিস সেট গুলি তৈরী করা হয়েছে। গুরুত্বপূর্ণ টপিকগুলি থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা প্রশ্নগুলি বাছাই করে এই প্র্যাকটিস সেটের অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রতিদিনের প্র্যাকটিস সেটে 10 টি করে প্রশ্ন থাকবে। আজকের প্র্যাকটিস সেটেও 10 টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

KP Constable Practice Set 1

1. সিন্ধু সভ্যতার দুটি গুরুত্বপূর্ণ খাদ্যশস্য হল—

[A] ধান ও গম
[B] গম ও বার্লি
[C] গম ও ডাল
[D] ধান ও বার্লি

উত্তরঃ [B] গম ও বার্লি

2. সাইমন কমিশন গঠনের মূলে যে কারণ বিদ্যমান ছিল—

[A] শিক্ষা সংস্কার
[B] জেল কোড সংস্কার
[C] সংবিধান সংস্কার
[D] অর্থনৈতিক সংস্কার

উত্তরঃ [D] অর্থনৈতিক সংস্কার

3. ভারতবর্ষে মুসলিম প্রগতির পথিকৃৎ কাকে ধরা হয়?

[A] স্যার সৈয়দ আহমেদ খান
[B] আব্দুল লতিফ
[C] বদরুদ্দিন তৈয়েবাজী
[D] সৈয়দ আমির আলি

উত্তরঃ [A] স্যার সৈয়দ আহমেদ খান

4. প্যারিস থেকে ‘বন্দেমাতরম’ পত্রিকা প্রকাশ করেন কে?

[A] শচীন্দ্র সন্যাল
[B] শ্যামজি কৃষ্ণবর্মা
[C] মাদাম কামা
[D] লালা হরদয়াল

উত্তরঃ [C] মাদাম কামা

5. ফরাজি আন্দোলন প্রথম শুরু করেন কে?

[A] আগা মহম্মদ রেজা
[B] দুঁদু মিঞ্জা
[C] শমসের গাজী
[D] ওয়াজির আলী

উত্তরঃ [B] দুঁদু মিঞ্জা

KP Constable Practice Set

6.ভারতের কমিনিউস্ট পার্টি কত খ্রিস্টাব্দে গঠিত হয়?

[A] 1920
[B] 1925
[C] 1930
[D] 1935

উত্তরঃ [B] 1925

7. শিবালিক পর্বত নিম্নলিখিত কোনটির অংশ?

[A] আরাবল্লী
[B] পশ্চিমঘাট
[C] হিমালয়
[D] সাতপুরা

উত্তরঃ [C] হিমালয়

8. কোন রাজ্যে বেতলা ন্যাশনাল পার্ক অবস্থিত?

[A] অন্ধ্রপ্রদেশ
[B] রাজস্থান
[C] ঝাড়খন্ড
[D] কর্নাটক

উত্তরঃ [C] ঝাড়খন্ড

9.কোন স্থানে অজয় নদ ভাগীরথীর সাথে মিলিত হয়েছে?

[A] কোলাঘাট
[B] কাটোয়া
[C] আহমেদপুর
[D] কেঁদুলী

উত্তরঃ [B] কাটোয়া

10. রাজ্যসভা ভেঙ্গে দেওয়ার ক্ষমাতা কার রয়েছে?

[A] প্রাধনমন্ত্রী
[B] মন্ত্রিসভা
[C] রাষ্ট্রপতি
[D] কারও নয়

উত্তরঃ [D] কারও নয়

KP Constable Practice Set

Related Articles