KVS Exam Date: কিছুদিন আগেই প্রকাশ পেয়েছিল কেন্দ্রীয় বিদ্যালয়ের বিভিন্ন শূন্যপদে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি। জানানো হয়েছিল প্রায় ১৩ হাজার ৪০৪ টি শূন্যপদে টিচিং ও নন টিচিং স্টাফ নিয়োগ করা হবে। এবার প্রকাশ পেল পরীক্ষার দিনক্ষণ।কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠনের বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার, সহ একাধিক পদে নিয়োগের পরীক্ষাগুলি যথাক্রমে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চ মাস নাগাদ আয়োজিত হবে।
সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, Assistant Commissioner পদের পরীক্ষাটি হবে আগামী ৭ই ফেব্রুয়ারি (07/02/23), প্রিন্সিপাল পদের পরীক্ষাটি হবে আগামী ৮ই ফেব্রুয়ারি (08/02/23), Vise Principle & PRT(Music) পদের পরীক্ষাটি আগামী ৯ই ফেব্রুয়ারি (09/02/23) নাগাদ অনুষ্ঠিত হবে।
আগামী ১২ থেকে ১৪ ফেব্রুয়ারির মধ্যে আয়োজিত হবে TGT পদের পরীক্ষাটি, ১৬ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে আয়োজিত হবে PGT (পোস্ট গ্র্যাজুয়েট টিচার) পদের পরীক্ষাটি। Finance officer, AE(Civil) & Hindi Translator পদের পরীক্ষা আগামী ২০ ফেব্রুয়ারি (20/02/23), স্টেনোগ্রাফার গ্রেড (II) পদের পরীক্ষা আগামী ৫ই মার্চ (05/02/23), লাইব্রেরিয়ান, অ্যাসিস্টেন্ট সিলেকশন অফিসার ও Senior Secretariat Assistant পদের পরীক্ষা আয়োজিত হবে আগামী ৬ই মার্চ (06/02/23) নাগাদ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, PRT(প্রাইমারি টিচার) পদের পরীক্ষাটি আয়োজিত হবে ২১ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে আর Jr Secretariat Assistant পদের পরীক্ষাটি নেওয়া হবে ১ মার্চ থেকে ৫ মার্চের মধ্যে। জানানো হয়েছে, সাধারণত পরীক্ষাটি হবে CBT বা কম্পিউটার ভিত্তিক। এর আগে সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, জানানো হয়েছিল। এবার প্রকাশ পেল পরীক্ষার দিনক্ষণ। ইচ্ছুক প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ইন্টারভিউ, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগ করা হবে।
Official Notification: Download Now