কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন (কেভিএস) এর তরফে বেশ কিছু পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। এর আগে পরীক্ষাগুলির দিনক্ষণ জানানো হয়েছিল। আর এবার প্রকাশ পেল অ্যাডমিট। সেক্ষেত্রে সকল পরীক্ষার্থীদের জানানো হচ্ছে (kvsangathan.nic.in) ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন কিভাবে?
১) পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পরীক্ষার্থীদের প্রথমে (kvsangathan.nic.in) এ যেতে হবে।
২) এরপর অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটিতে ক্লিক করতে হবে।
৩) এবার অ্যাপ্লিকেশন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ ইন করতে হবে পরীক্ষার্থীদের।
৪) এরপর স্ক্রিনে অ্যাডমিট কার্ডটি দেখতে পাবেন।
৫) পরীক্ষার অ্যাডমিটটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে পরীক্ষার্থীদের।
চাকরির খবরঃ IDBI ব্যাংকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন বিভিন্ন পদে নিয়োগের পরীক্ষার আয়োজন করছে। তার মধ্যে রয়েছে প্রাথমিক শিক্ষক (পিআরটি), পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষক (পিজিটি), হিন্দি ট্রান্সলেটর, শিক্ষাকর্মী পদে নিয়োগের পরীক্ষা। সম্প্রতি এই সকল পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট পরীক্ষাগুলি আয়োজিত হবে ২১শে ফেব্রুয়ারি থেকে ১১ই মার্চের মধ্যে। এর আগে গত ১৬ই ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে ‘এক্সাম সিটি ইন্টিমেশন স্লিপ’। যার দ্বারা নিজেদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে ধারণা হয়েছে পরীক্ষার্থীদের। আর এবার প্রকাশিত হওয়া অ্যাডমিট কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে পরীক্ষার্থীদের। পরীক্ষার দিন সংশ্লিষ্ট অ্যাডমিট কার্ড পরীক্ষা কেন্দ্রে নিয়ে আসতে হবে। এছাড়া পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে পরীক্ষার অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করার নির্দেশ দেওয়া হচ্ছে।